Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় বাংলাদেশির অর্ধগলিত লাশ

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:০৭ এএম

দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় বাংলাদেশির অর্ধগলিত লাশ

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের পিটামেরিজবার্গে নিজ বাসায় একেএম রশিদুল ইসলাম টিটু (৫০) নামে এক বাংলাদেশির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রশিদুল ইসলাম টিটু মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।

বৃহস্পতিবার স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি সাইমুন হক কাজল জানান, টিটুর বাসার চারদিকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাকে ডাকাডাকি করেন। কিন্তু বাসা থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন পুলিশের সহযোগিতায় টিটুর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় টিটুর অর্ধগলিত লাশ। 

ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তার মৃত্যু হতে পারে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম