Logo
Logo
×

একদিন প্রতিদিন

১ মার্চ: আজকের ধাঁধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম

১ মার্চ: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।

সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘এক হাত গাছটা ফল ধরে পাঁচটা।’
- বলুন তো কী?

২. ‘হাত আছে পা নাই মাথা তার কাটা,
     আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা।’
- বলুন তো কী?

৩. ‘পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে
     বুক ছিড়ে আলো ছোটে চিনো কী তারে?’
- বলুন তো কী?

গতকালের ধাঁধাগুলোর উত্তর-

১. ‘হাড্ডি কুড়মুড়

মাথা খাই;

চামড়া নিয়ে

হাঁটে যাই!’

উত্তর: পাটগাছ

২. তুমি আমার পুত্র কিন্তু আমি তোমার বাবা নই। তাহলে আমি কে?

উত্তর: মা।

৩. কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে?

উত্তর: রাতে ঘুমাবে

৪. দাঁত থাকলেও খেতে পারে না কে?

উত্তর: চিরুনি

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম