Logo
Logo
×

একদিন প্রতিদিন

২৯ ফেব্রুয়ারি: আজকের ধাঁধা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

২৯ ফেব্রুয়ারি: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।

সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘হাড্ডি কুড়মুড়
     মাথা খাই;
     চামড়া নিয়ে
     হাঁটে যাই!’

২. তুমি আমার পুত্র কিন্তু আমি তোমার বাবা নই। তাহলে আমি কে?

৩. কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে?

৪. দাঁত থাকলেও খেতে পারে না কে?

গতকালের ধাঁধাগুলোর উত্তর-

১. ঘরের চালে এটি কবুতর বসে আছে। এক ঝাঁক কবুতর চালের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। চালের উপর বসে থাকা কবুতর জিজ্ঞাসা করলো, ‘তোরা কতো জন?’

ঝাঁকের এক কবুতর উত্তর দিলো, ‘আসছি যতো, আসবে ততো, তার অর্ধেক, তার পাই, তোরে লইয়া আমরা শত ভাই।’

আপনারা কি বলতে পারেন ঝাঁকে কতোগুলো কবুতর ছিলো?

উত্তর: ৬০টি কবুতর


২. এক মহিলা খেয়া পার হওয়ার জন্য খেয়া ঘাটে গেল। মাঝিকে বলল, ‘ভাই আমাকে পার করেন।’ মাঝির উত্তর, ‘এক আনা লাগবো।’ মহিলা বলল, ‘আমার কাছে কোন পয়সা নাই।’ মাঝি বলল, ‘তবে তোমার স্বামীর নাম বলো।’ মহিলার ঝটপট উত্তর, ‘তিন তেরো দিয়া বারো নয় দিয়া আইনা পূরণ করো, এইটা আমার স্বামীর নাম, এইবার মাঝি পার করো।’

মহিলা ঠিকই নদী পার হলো। আপনারা কি বলতে পারবেন তার স্বামীর নাম।

উত্তর: ষাইডা ( ষাট ) মিয়া।  সূত্র- (১৩x৩)+১২+৯=৬০।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম