Logo
Logo
×

ইউরোপ

ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে আলজেরিয়া। সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দেশটির গণমাধ্যম ‘লে ফিগারো’কে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট বলেন, ফ্রান্সের জাতীয় নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সন্দেহে  তিন আলজেরীয় নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে সম্ভবত এ নির্দেশ এসেছে। 

ফ্রান্সের বিএফএম টিভি জানিয়েছে, আলজেরিয়ার এই সিদ্ধান্তকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। 

আলজেরিয়া সরকারের প্রতি এ নির্দেশ অনতিবিলম্বে প্রত্যাহারের আবেদন জানিয়ে তিনি বলেছেন, নির্দেশ প্রত্যাহার না করা হলে শিগগিরই ফ্রান্সও যথাযথ ব্যবস্থা নেবে। 

শুক্রবার ফরাসি প্রসিকিউটররা প্যারিসের একটি শহরে ২০২৪ সালের এপ্রিলে একজন আলজেরিয়ান প্রভাবশালী ব্যক্তি আমির বোখোরসকে অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজন কনস্যুলার কর্মকর্তাসহ তিন আলজেরিয়ানকে অভিযুক্ত করেছেন। এরপর তাদের গ্রেফতার করা হয়।

আমির বোখোরস ‘আমির ডিজেড’ নামেও পরিচিত। তিনি আলজেরিয়ান সরকারের একজন বিরোধী এবং টিকটকে তার দশ লাখের বেশি অনুসারী রয়েছে। তিনি ২০১৬ সাল থেকে ফ্রান্সে আছেন এবং ২০২৩ সালে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল।

তার আইনজীবীর মতে, ২০২৪ সালের এপ্রিলে তাকে অপহরণ করা হয় এবং পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

আলজেরিয়া বোখোরসকে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে আনার দাবি করছে। তার বিরুদ্ধে জালিয়াতি এবং সন্ত্রাসী অপরাধের অভিযোগে ৯টি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আলজেরিয়া এবং দেশটির সাবেক ঔপনিবেশিক ফ্রান্সের মধ্যে সম্পর্কের এক নাজুক সময়ে এই অভিযোগ আনা হলো। দেশটি দাবি করছে, দুই দেশের সম্পর্ক মেরামতের সাম্প্রতিক প্রচেষ্টাগুলো নষ্ট করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আলজেরিয়া ফ্রান্স দেশত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম