
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০২:০৩ এএম
ইইউ তহবিল আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত মেরিন লি পেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে ফ্রান্সের রাজনীতিবিদ মেরিন লি পেনের। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আর এ মামলায় লি পেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রধান বাঁধা হতে পারে। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, নিজের রাজনৈতিক দল ন্যাশনাল র্যালির (আরএন) জন্য ইইউর তহবিল ব্যবহার করেছেন লি পেন। এর জন্য সোমবার ফ্রান্সের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তবে এখনও এ রাজনীতিবিদের সাজা সম্পর্কে কোনো রায় দেননি বিচারক।
প্রসিকিউটররা বলেছেন, ইইউর অর্থ আত্মসাতের মামলায় লি পেন দোষী সাব্যস্ত হলে তার শাস্তি কেবল তিন লাখ ইউরো জরিমানা ও কারাদণ্ড হওয়া যথেষ্ট হবে না। আগামী পাঁচ বছর তিনি যাতে কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার সে যোগ্যতাও ছিনিয়ে নেওয়া উচিত।
লি পেন বলেন, মামলায় হেরে গেলে তিনি আপিল করবেন। আর আপিলের সময় তার সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা কেড়ে নেওয়া সমীচীন হবে না।
বিবিসি বলছে, লি পেনে দোষী সাব্যস্ত হলেও তার সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নাও নিতে পারেন বিচারকরা। যদি এমনটা হয় তাহলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেতে পারেন ন্যাশনাল র্যালির প্রধান।