Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জেলেনস্কির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পরও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পরও একাধিক পোস্টে দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে বলেছেন, আমেরিকার জনগণ আমাদের জনগণকে বাঁচাতে সহায়তা করেছে।  তার মতে, ইউক্রেন শুধু শক্তিশালী সম্পর্ক চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে। 

জেলেনস্কি আরও বলেছেন, দুই দেশের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরে, আমি চাই যুক্তরাষ্ট্র আরও শক্তভাবে আমাদের পাশে দাঁড়াক। এটি শুধু আমাদের দুই দেশের যুদ্ধ নয়; রাশিয়া এই যুদ্ধ আমাদের ভূখণ্ডে এবং আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তারা ভুল, কারণ তারা আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে অপমান করেছে।

ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনের সঙ্গে সমঝোতা আলোচনা থেকে বেরিয়ে আসার এবং সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছিলেন। এ নিয়ে জেলেনস্কি বলেন, মার্কিন সহায়তা ছাড়া এটা কঠিন হবে। তবে আমরা আমাদের ইচ্ছা, স্বাধীনতা বা জনগণ হারাতে পারি না।


তিনি ঘোষণা করেন, ইউক্রেন তাদের মিত্রদের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টির স্পষ্ট কাঠামো চায় এবং শান্তি তখনই আসবে যখন আমরা জানব যে আমাদের নিরাপত্তা গ্যারান্টি রয়েছে, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, এবং আমাদের সঙ্গীরা আমাদের পাশে রয়েছে।

জেলেনস্কি আরও উল্লেখ করেন, কিয়েভ এখনও খনিজ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত, যা হবে নিরাপত্তা গ্যারান্টির প্রথম পদক্ষেপ, কিন্তু এটা একমাত্র সমাধান নয়।  রাশিয়া বারবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলেছে এবং তাদের ওপর বিশ্বাস রাখা যায় না বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। 

জেলেনস্কি তার পোস্টে আরও বলেছেন, পুতিনের সাথে যুদ্ধবিরতি কাজ করবে না। সে গত ১০ বছরে ২৫ বার যুদ্ধবিরতি ভেঙেছে। আসল শান্তিই একমাত্র সমাধান।

জেলেনস্কির প্রত্যাশা, দুই জাতি—আমেরিকা এবং ইউক্রেন—একসাথে তাদের লক্ষ্য নিয়ে কাজ করার জন্য একটি সৎ এবং সরাসরি সম্পর্ক বজায় রাখতে হবে।

বিশ্ব মিডিয়ার সামনে ট্রাম্প এবং ভ্যান্স জেলেনস্কিকে অপমান করেন, একইসঙ্গে তাকে কৃতজ্ঞ না থাকার জন্য অভিযুক্ত করেছেন। দ্রুত যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি গ্রহণের জন্য চাপ দেন তারা।  এর জবাবে জেলেনস্কি দুই আমেরিকান নেতাকে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেন।  

জেলেনস্কির ভাষ্য, রুশ প্রেসিডেন্ট পুতিন বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছেন, ক্রিমিয়ার ভূখণ্ডে অবৈধভাবে ইউক্রেনি জমি দখল করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন।

এই উত্তপ্ত বৈঠক, যা জেলেনস্কিকে স্পষ্টভাবে অস্বস্তিতে ফেলেছে, পরবর্তীতে যা শুধু ওয়াশিংটনেই নয়, বিশ্বের অন্যান্য স্থানেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম