যে কারণে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:২০ পিএম
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: তাস
রাশিয়া ও উত্তর কোরিয়া পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখলে ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার করতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। এ কথা বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
ইএফই নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা যদি তাদের
বিপজ্জনক সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে আমরা আমাদের মিত্র ও সমমনা দেশগুলোর সহযোগিতায়
ইউক্রেনকে সহায়তা বাড়ানোসহ যথাযথ ও কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত।
তিনি বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে উত্তর কোরিয়ার সেনা
পাঠানোর বিষয়টি কেবল কোরীয় উপদ্বীপ ও ইউরোপের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য একটি
গুরুতর নিরাপত্তা হুমকি তৈরি করেছে।
এর আগে গত ২৪ অক্টোবর ইউন সুক ইয়োল বলেছিলেন, সিউল ইউক্রেনকে প্রাণঘাতী
অস্ত্র সরবরাহ করার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
প্রসঙ্গত, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন,
মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে কৌশলগত সহযোগিতা অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, যারা
মস্কোর সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের ভয় পাওয়ার কিছু নেই।