Logo
Logo
×

আন্তর্জাতিক

১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগের জন্য পুতিনের ডিক্রি সই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগের জন্য পুতিনের ডিক্রি সই

ছবি: সংগৃহীত

নতুন করে ১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বার্তা সংস্থা তাসের।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পুতিনের সই করা খসড়া অনুযায়ী, বর্ষাকালীন ক্যাম্পেইনে সামরিক বাহিনীর জন্য ১ লাখ ৩৩ হাজার তরুণকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খসড়ায় বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার রুশ নাগরিককে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে। 

সেই সঙ্গে আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহতি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের শেষ নাগাদ ১৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর সর্বশেষ এই খসড়া এলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম