Logo
Logo
×

ইউরোপ

ইউক্রেন যুদ্ধ থামাতে যে নতুন পদক্ষেপ নিলেন জেলেনস্কি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

ইউক্রেন যুদ্ধ থামাতে যে নতুন পদক্ষেপ নিলেন জেলেনস্কি

কিভাবে রাশিয়ার বিরুদ্ধে আড়াই বছরে ধরে চলা যুদ্ধ সহজে শেষ করা যায় তার ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ মাসেই সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির। 

কিয়েভে একটি আন্তর্জাতিক সম্মেলনে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমার বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আমি তাকে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব।

তবে এ সময় তিনি বিজয় পরিকল্পনার ব্যাপারে কিছু জানাননি। তিনি বলেছেন, তার প্রস্তাবে আন্তঃসংযুক্ত সমাধানের একটি সিস্টেম সম্পৃক্ত থাকবে যেটি ইউক্রেনকে পর্যাপ্ত শক্তি দেবে এবং এই যুদ্ধকে শান্তির পথে ফেরানোর জন্য যথেষ্ট হবে।

কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার জন্য সবুজ সংকেতে পেত পশ্চিমা বিশ্বকে চাপ দিচ্ছে। তাদের দাবি, এটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে ইতিমধেই পশ্চিমারা রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র প্রদানের প্রস্তাব নাকচ করে দিয়েছে। 

জেলেনস্কি আরও বলেন, তিনি নভেম্বরে যুদ্ধের অবসান ঘটাতে তার দৃষ্টিভঙ্গির রূপরেখা উপস্থাপন করতে আরেকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে চান, যেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম