Logo
Logo
×

ইউরোপ

রোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০২:০০ এএম

রোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস

ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণে রোমানিয়ায় প্রশিক্ষণকেন্দ্রে আরও তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর করবে নেদারল্যান্ডস। এই যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে। এই প্রশিক্ষণকেন্দ্রে ইউক্রেনের পাইলট ও ক্রুদের বিমান চালনা ও রক্ষণাবেক্ষণের কাজ শেখানো হচ্ছে।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহে আন্তর্জাতিক জোটের মূল শক্তি নেদারল্যান্ডস। চলতি গ্রীষ্মের পর ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র কিয়েভকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে পারে। পাইলট ও ক্রুদের প্রশিক্ষণ শেষে এগুলো সরবরাহ করা হবে।

ইতোমধ্যে গত বছর নভেম্বর থেকে প্রশিক্ষণের জন্য আটটি এফ-১৬ দিয়েছে নেদারল্যান্ডস। দেশটি ইউক্রেনকে ১৮টি যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে। দেশটি ইউক্রেনে ব্যবহারের জন মোট ২৪টি যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রথম বিমান দিতে পারে দেশটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম