ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণে রোমানিয়ায় প্রশিক্ষণকেন্দ্রে আরও তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর করবে নেদারল্যান্ডস। এই যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে। এই প্রশিক্ষণকেন্দ্রে ইউক্রেনের পাইলট ও ক্রুদের বিমান চালনা ও রক্ষণাবেক্ষণের কাজ শেখানো হচ্ছে।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহে আন্তর্জাতিক জোটের মূল শক্তি নেদারল্যান্ডস। চলতি গ্রীষ্মের পর ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র কিয়েভকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে পারে। পাইলট ও ক্রুদের প্রশিক্ষণ শেষে এগুলো সরবরাহ করা হবে।
ইতোমধ্যে গত বছর নভেম্বর থেকে প্রশিক্ষণের জন্য আটটি এফ-১৬ দিয়েছে নেদারল্যান্ডস। দেশটি ইউক্রেনকে ১৮টি যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে। দেশটি ইউক্রেনে ব্যবহারের জন মোট ২৪টি যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রথম বিমান দিতে পারে দেশটি।