Logo
Logo
×

ইউরোপ

মুদ্রাস্ফীতি মোকাবিলায় শ্রম মজুরি বাড়িয়েছে তুর্কি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৯:২১ পিএম

মুদ্রাস্ফীতি মোকাবিলায় শ্রম মজুরি বাড়িয়েছে তুর্কি সরকার

তুরস্কে ১ জুলাই থেকে মাসিক শ্রম মজুরি আরও ৩৪ শংতাশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। অস্বাভাবিক মুদ্রাস্ফীতি থেকে পরিবারগুলোকে রক্ষা করার প্রয়াসে এ বছর দ্বিতীয়বার মজুরি বাড়ানো হচ্ছে। 

মঙ্গলবার রাজধানী আঙ্কারায় টেলিভিশনে দেওয়া ভাষণে শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী ভেদাত ইশেখান এ ঘোষণা দেন। তিনি বলেন, মাসিক ন্যূনতম শ্রম মজুরি প্রায় ৪৮৩ ডলার হবে। খবর আল সাবাহের।

ইশেখান বলেন, শ্রমিক এবং নিয়োগকারীদের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কাজটি সম্পন্ন করেছে ন্যূনতম মজুরি মূল্যায়ন কমিশন। নিয়োগকারীদের জন্য কর ছাড় অব্যাহত থাকবে।

এক-তৃতীয়াংশের বেশি শ্রমিক যারা ন্যূনতম মজুরি পান এই মজুরি বৃদ্ধি তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। 

গত মাসের শেষদিকে পুনরায় নির্বাচনে বিজয়ী হন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সরকার শ্রমিকদের উচ্চ মূল্যস্ফীতিতে পিষ্ট হতে দেবে না।

শ্রম মজুরি বৃদ্ধির হার ঘোষণার পর এরদোগান টুইটারে লিখেছেন- আমি সমস্ত স্টেকহোল্ডারদের, বিশেষ করে কর্মচারী এবং নিয়োগকর্তাদের জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা ঐকমত্য সংস্কৃতির মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণে অবদান রেখেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম