
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম
চিকিৎসকের যে নির্দেশনা মেনে অসুস্থ হয়ে পড়েছিলেন সাইফ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম
-67fbbe09ab899.jpg)
আরও পড়ুন
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর শোনেননি তার মায়ের কথা। কিন্তু বুঝতে পারেন— জীবন তার কাছে শিক্ষক। সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, খুব তাড়াতাড়ি জীবন যা শেখাতে চাইছে, তা শিখে নিতে হয়। দেরি করলে এক জায়গাতেই মানুষ আটকে থাকে।
কেন এমন বললেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর—এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে ৮০ বছরের শর্মিলা ফিরে গেলেন পুরোনো দিনে। তিনি বলেন, চিকিৎসক আমাকে পরামর্শ দিলেন— ছোট্ট সাইফকে এক চামচ ফলের রস খাওয়াতে। এ কথা শুনে মা বলেছিলেন—ফলের রসের সঙ্গে একটু পানি মিশিয়ে খাওয়াতে।
শর্মিলা বলেন, তখন তিনি মায়ের কথার কোনো গুরুত্বই দেননি। বরং ছেলের স্বাস্থ্যের কথা ভেবে চিকিৎসকের নির্দেশ মেনে নিয়েছিলেন। অভিনেত্রী বলেন, এরপর থেকেই সাইফের পেটের সমস্যা দেখা দেয়। সাইফ অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনার কথা উল্লেখ করে শর্মিলা বলেন, মায়ের কথা শুনলেই ঠিক হতো। মা-ঠাকুমার কাছ থেকেই জীবনের বহু কিছু শিখেছি আমি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শর্মিলার বাংলা সিনেমা ‘পুরাতন’। বহুদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অভিনেত্রী। ইতোমধ্যে বিভিন্ন মহলে এ সিনেমা নিয়ে প্রশংসা পাচ্ছেন তিনি।
শাশুড়ির সিনেমা দেখে অনুভূতি প্রকাশ করেছেন পুত্রবধূ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানও। সুদূর নিউইয়র্ক থেকে শর্মিলার সিনেমার প্রশংসা করেছেন প্রিয়াংকা চোপড়াও। সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের চরিত্রে দেখা গেছে বর্ষীয়ান অভিনেত্রীকে। সিনেমায় তুলে ধরা হয়েছে মা ও মেয়ের রসায়ন।