
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম
নিজেকে জানান দিতে গিয়ে এবারও বিবর্ণ সালমান

শাহনাজ হেনা
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চার বছর পর পর্দায় ফিরে বাজিমাত করেছিলেন শাহরুখ খান। তাও একটি নয়, পরপর তিনটি ব্লকবাস্টার ও হিট সিনেমা দিয়ে প্রমাণ করে দিয়েছেন, ৫৯ বছরেও তিনি ‘খেলোয়াড়’। মাঠ দাপিয়ে বেড়ানো তার কাছে ‘ডালভাত’। স্বাভাবিকভাবেই ভক্তরা আশা করেছেন, শাহরুখ যদি পারেন, তাহলে একই বয়সি সালমান কেন পারবেন না? অপেক্ষায়ও ছিলেন।
বহুদিন হলো, সালমান বক্সঅফিসে কোনো বড় সাফল্য পায়নি। অনেকেই ভেবেছিলেন, ঈদ রিলিজ ‘সিকান্দার’ দিয়ে অন্তত ৫০০ কোটিতে প্রবেশ করবেন তিনি। কিন্তু বিধিবাম। ব্যাপক উৎসাহ থাকা সত্ত্বেও ‘সিকান্দার’ জমে ওঠেনি বক্সঅফিসে। বলা যায় রীতিমতো হাঁসফাঁস করছেন বলিউড ভাইজান।
৩০ মার্চ মুক্তির পর সিকান্দার ৬ দিনে ১০০ কোটি রুপির ক্লাবেও পা দিতে পারেনি। ঘরে তুলেছে মাত্র ৯৩.৭৫ কোটি ভারতীয় রুপি। সালমানের সঙ্গে দক্ষিণ ভারতীয় সুপারহিট নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে দক্ষিণেরই নির্মাতা এআর মুরুগাদোসারেও আত্মবিশ্বাস ছিল অনেক বেশি। কিন্তু সেখানেও ভাটা পড়েছে মুক্তির পর। মোটেও খেলা জমেনি বক্সঅফিসে। ভক্তদের সবচেয়ে কষ্টের খবর হচ্ছে, মুক্তির প্রথম শুক্রবারে মাত্র মাত্র ৩.৫ কোটি রুপি আয় করেছে সিকান্দার। সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা সম্ভবত কেউ স্বপ্নেও ভাবেননি।
এদিকে ষষ্ঠ দিন পর্যন্ত বিশ্ববাজারে সিনেমাটির আয় ৪২ কোটি রুপি। এর মধ্যেই আশাবাদী প্রযোজনা সংস্থা। ভারতে সাপ্তাহিক ছুটি আজ (রোববার)। এ দিনে সালমানের ভাগ্য বদলায় কী না সেটাই এখন দেখার বিষয়। কিন্তু কেন সালমানের এই ভরাডুবি? কেন তিনি বক্সঅফিসে নিজেকে টানতে পারছেন না? বিষেশজ্ঞরা বলছেন, ‘একঘেয়েমি’। সালমান গত এক দশক ধরে যেন নিজেকে ভাঙতে পারছেন না। ‘ভাইজান’ সিনেমার পর থেকে অ্যাকশানেই নিজেকে আটকে রেখেছেন। চরিত্র আলাদা হলেও, ভাইজানের পর প্রায় সব সিনেমায়ই তিনি মারমার কাটকাট চরিত্রে হাজির হচ্ছেন। প্রতিটি সিনেমায় দর্শকও যেন জানেন, এরপরের দৃশ্যে কী হবে!
এ ছাড়া ‘সিকান্দার’ ব্যর্থ হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। মুক্তির আগেই সিনেমাটি পাইরেসি হয়ে যায়। অনলাইনে একাধিক ওয়েবসাইটে সিনেমাটি দেখা যাচ্ছে। তাই দর্শকরাও আর হলমুখী না হয়ে ঘরে বসেই ফ্রিতেই উপভোগ করছেন সালমানের ‘সিকান্দার’।
সঞ্জয় রাজকোট ওরফে সিকান্দার নামে এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘সিকান্দার’। সিনেমায় রাশমিকা সালমানের স্ত্রী সাইসরি’র চরিত্রে অভিনয় করেছেন। আরও রয়েছেন সত্যরাজ, কাজল আগারওয়াল, শরমন যোশি, প্রতীক বাব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর।