
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ এএম
‘বিয়ে কর, বিয়ে কর, তুই তো বুড়ো হয়ে যাবি’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

টালিউড সুপারস্টার দেব মাস কয়েক আগে ৪২ বছরে পা রেখেছেন। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। রুপালি পর্দায় রুক্মিণীর যাত্রাও শুরু হয়েছিল দেবের হাত ধরেই। তবে এত বছরের সম্পর্ক সত্ত্বেও এখনো পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেননি তারা।
বিয়ের প্রসঙ্গ উঠলেই দু’জনেই নানাভাবে এড়িয়ে যান। যদিও দেব জানালেন, বাড়িতে বিয়ের জন্য যথেষ্ট চাপে রয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে দেব বলেন, প্রতিদিন বাড়িতে শুনতে হয়, ‘বিয়ে কর, বিয়ে কর। কবে বাচ্চা হবে? তুই তো বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তুই ৭০!’— এসব শুনতে শুনতে বাবা-মাও এখন আর কিছু বলে না।
উপস্থাপক তখন মজা করে জানতে চান, তাহলে কি এখনই বিয়ের কোনো প্ল্যান নেই? জবাবে দেব বলেন, আপাতত তো নেই। তবে, হ্যাঁ, একদিন তো করতে হবেই।
এরপর সঞ্চালক দেবের সঙ্গে নিজের ভাইয়ের গল্প ভাগ করে নেন। বলেন, ‘আমার ভাই এই হিসাব করে বিয়েই করেনি। ও ভাবে, ৪০-এ বিয়ে করলে, বাচ্চা হবে ৪২-এ। আমি যখন রিটায়ার করব, তখন ছেলে-মেয়ের বয়স ১৮— ব্যাপারটা কেমন অদ্ভুত!
এ প্রসঙ্গে দেব স্পষ্ট করে বলেন, আমার বিয়ে না করার পেছনে এমন কোনো হিসাব নেই।
রুক্মিণী মৈত্রও একই পথে হাঁটেন। বিয়ের প্রসঙ্গে তিনিও কোনো নির্দিষ্ট উত্তর দেন না।
একবার এক সাক্ষাতকারে তিনি বলেন, আমার মা যখন এই প্রশ্ন করেন না, তখন তোমরা কেন করছ? আমি যখন মনে করব বিয়ের জন্য তৈরি, তখনই করব। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য হবে।
দেবের সর্বশেষ সিনেমা ‘খাদান’ ব্যাপক ব্যবসাসফল হয়েছে। প্রথম বাংলা সিনেমা হিসেবে প্রথম সপ্তাহের আয়ের দিক থেকে এটি শীর্ষে জায়গা করে নিয়েছে। চলতি বছর তার দুটি সিনেমা মুক্তি পাবে- ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি ২’।