
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ এএম
ফুটপাত থেকে দরদাম করে কিনছেন জনপ্রিয় গায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম
-67ee6528a41cd.jpg)
আরও পড়ুন
বিনোদন জগতের তারকারা সাধারণত কোনো বড় শপিংমল কিংবা ব্র্যান্ডের আউটলেট থেকে শপিং করে থাকেন। কিন্তু এ ক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মধ্যেই বাজারে গিয়ে নিজের জন্য কেনাকাটা করেন তিনি, তবে তা ফুটপাতে। এ গায়িকার এমন সরলতায় বরাবরের মতো মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি এ সংগীতশিল্পীকে দেখা যায়, কলকাতার একটি রাস্তায় কেনাকাটা করছেন তিনি। বিষয়টি প্রকাশ করেছেন গায়িকা নিজেই। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ইমন। সেখানে দেখা যায়, গড়িয়াহাটের সাধারণ একটি ব্যাগের দোকানে দাঁড়িয়ে ব্যাগ দেখছেন তিনি। জিজ্ঞেস করেন দামও। এ সময় ইমনের পরনে ছিল মেরুন রঙের একটি কুর্তি।
রাস্তায় দাঁড়িয়েই গায়িকাকে বলতে শোনা যায়, 'গড়িয়াহাটের চৈত্র সেলের শপিং সেরা, চলো' বলেই তাকে মাস্ক পরে গড়িয়াহাটের ফুটপাতে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন—মাস্কে মুখ ঢেকে লাভ নেই, সবাই চিনে যাবে। আরেক নেটিজেন লিখেছেন— এ জন্যই আপনাকে এত ভালো লাগে। কোনো শো অফ নেই। একদম মাটির মানুষ। অন্য আরেক নেটিজেন লিখেছেন— এত বড় মানুষ হয়েও আপনি এত সাধারণ? সত্যিই আপনাকে আমার প্রণাম।