
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম
সিকান্দার সিনেমার গানের টিজারেই ঝড় সালমান-রাশ্মিকার

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম
-67e659303d75a.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় সাজিদ নাদিয়াদওয়ালার এ.আর. মুরুগাদোস পরিচালিত সিনেমা ‘সিকান্দার’। যেখানে জুটি বেঁধেছেন বলিউডের দুই তারকা সালমান খান ও রাশ্মিকা মান্দানা। সিনেমাটি মুক্তির আগে শেষ মুহূর্তে আরও একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। যা এরই মধ্যে ঝড় তুলেছে।
‘হাম আপকে বিন’ গানটির মাধ্যমে ছবির রোমান্টিক সারাংশ উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টায় পুরো গানটি প্রকাশ করা হবে।
রোমান্টিক ঘরানার এই গানে সালমান খান এবং রাশ্মিকা মান্দানার মধ্যে মনোমুগ্ধকর রসায়ন দেখা গেছে। তাছাড়া গানটির সুরও হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের। টিজারের পরই তাই এই গানটি দেখার অপেক্ষায় দর্শকরা। সেই সঙ্গে অপেক্ষা করে আছেন ৩০ মার্চ সিনেমাটি মুক্তির জন্য।
গানের টিজার শেয়ার করে নির্মাতারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘অবিরাম ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন! #HumAapkeBina গানটি আজ বিকেল ৪টায় মুক্তি পাবে!’
হাম আপকে বিনা গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী, এবং কথা লিখেছেন সমীর।
এই গানটি মুক্তির আগে জোহরা জাবীন, বাম বাম ভোলে এবং সিকান্দর নাচে নামে গান প্রকাশ করা হয়। সেগুলোও ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরেকটি গান প্রকাশ পেতে যাচ্ছে। সিনেমাটিতে সালমান-রাশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, প্রতীক পাতিল বাব্বর, শারমন জোশী এবং কাজল আগরওয়াল।