
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ এএম
ঐশ্বরিয়া নাকি তার শাশুড়ি, কে বড়লোক?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম

জয়া বচ্চন ও ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনার শেষ নেই। দুইজনকে নিয়ে কতই না খবর চারদিকে; কিন্তু জানেন কি, এই দুই বলিউড তারকার মধ্যে কে বেশি বড়লোক?
লোকমুখে শোনা যায় একেবারেই নাকি বনিবনা নেই দুজনের। মাঝে শোনা গিয়েছিল, শাশুড়ি জয়ার ওপর বিরক্ত হয়ে নিজের মায়ের কাছে চলে গেছেন ঐশ্বরিয়া।
দুজনেই বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। জয়া বচ্চন এখনও ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী সেলিব্রিটিদের একজন। পুত্রবধূ ঐশ্বরিয়া বচ্চনের তুলনায় জয়া বচ্চনের সম্পদ ২০% বেশি।
একাধিক প্রতিবেদন অনুসারে, জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৫০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি তার সম্পদের পরিমাণ ১.৬৩ কোটি টাকা ঘোষণা করেছিলেন। একই বছরে, বিগ বি'র সম্পদের পরিমাণ ছিল ২৭৩ কোটি টাকা।
জয়া এবং অমিতাভ বচ্চনের সম্মিলিত স্থাবর সম্পত্তির মূল্য ৮৪৯.১১ কোটি টাকা, যার মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ৭২৯.৭৭ কোটি টাকা। জয়ার ব্যাংক ব্যালেন্স ১০,১১,৩৩,১৭২ টাকা, অমিতাভের ১২০,৪৫,৬২,০৮৩ টাকা বলে জানা যায়।
জয়ার ৪০.৯৭ কোটি টাকার গহনা এবং ৯.৮২ লাখ টাকার একটি গাড়ি আছে। তবে শাশুড়ির থেকে কোনো অংশে কম নন ঐশ্বরিয়া। তার মোট সম্পদের পরিমাণ ৮০০ কোটির বেশি।
প্রতিটি সিনেমার জন্য ঐশ্বরিয়া ৬ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের থেকে তিনি ৬-৭ কোটি টাকা আয় করেন।
২০২১ সালে ঐশ্বরিয়া একটি নিউট্রিশন বেসড হেলথকেয়ার কোম্পানিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি, ঐশ্বরিয়া এবং তার মা বেঙ্গালুরুতে অবস্থিত একটি প্রতিষ্ঠানেও ১ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।