
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম
একই বছর শাহরুখ-সালমানকে হারাবে বলিউড!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

আরও পড়ুন
বলিউড ইন্ডাস্ট্রির দুই প্রাণ শাহরুখ খান ও সালমান খান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সিনেপাড়ায় রাজত্ব করে চলেছেন তারা। একের পর এক জনপ্রিয় সব সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তারা। এই সুপারস্টারদের নিয়ে তাই দর্শকমনে কৌতূহলের শেষ নেই।
বলিউডে যে তারা এমন রাজত্ব করবেন তা এক জ্যোতিষী তাদের বলিউডে অভিষেকের আগেই বলেছিলেন।
এবার ভারতের সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং দুই সুপারস্টারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন। জানালেন, একই বছর বলিউড থেকে হারিয়ে যাবেন তারা।
সম্প্রতি সিদ্ধার্থ কননকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীল সিং বললেন, ‘শাহরুখের সময় বেশ ভালই যাচ্ছে। সালমানের জন্যে সময় ভালো নয়। ২০২৫ থেকে ২০২৭-এ তার কোনো পরিবর্তনই আসবে না। বরং সামনেই তার এক ভয়ানক অসুখ হতে চলেছে। যার নাম নিতেই মানুষ ভয় পায়। শাহরুখ-সালমান একই বছরে মারা যাবেন। দুজনের বয়স যখন ৬৭ বছর হবে তখন তারা মৃত্যুর কোলে ঢোলে পড়বেন।’
এখানেই শেষ নয়, এদিন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘সালমান সুস্থ হয়ে উঠতে পারবেন না। শেষ সময়টা তার খুব কষ্টে কাটবে।’
যদিও এমন ভবিষ্যদ্বাণী শুনে মোটেও চুপ করে থাকতে পারলেন না তাদের অনুরাগীরা। ক্ষেপলেন এই জ্যোতিষির ওপর।
কেউ ব্যঙ্গ করে লিখলেন, ‘এই তো ঈশ্বর বসে আছে, এসে সকলে দেখে যান, কেমন-কেমন মানুষ এই পৃথিবীতে বাস করে।’
কেউ আবার লিখলেন, ‘এই মানুষগুলোর পরিবার রয়েছে। আমার মনে হয় না কারও জীবন নিয়ে এমন মন্তব্য করা উচিত।’