
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
মাঝ রাত পর্যন্ত জেগে থেকে কী করেন দীপিকা, জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
মেয়ের দুয়ার বয়স মাত্র দেড় বছর। স্বভাবতই এ ছোট্ট বাচ্চার জন্য মাকে জেগে থাকতে হয়। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সারা রাত ঠিকই জেগে থাকেন, তবে মেয়ের জন্য নয়। ফেসবুক রিলসের জন্যই রাতের পর রাত দু’চোখের পাতা এক করতে পারছেন না তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এমন চমকপ্রদ তথ্য জানিয়েছেন এ অভিনেত্রী। মাত্র কয়েকমাস হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সংসারে এসেছে তাদের মেয়ে দুয়া। যাদের সংসারে নতুন অতিথি (সন্তান) এসেছে তারা ভালো করেই জানেন, সদ্যজাত শিশুকে সামলাতে গিয়ে বাবা-মায়ের নাওয়া, খাওয়া, ঘুম সবই উড়ে যায়। অনেক শিশুই ছোটবেলায় রাতে জেগে থাকে। কিন্তু, রণবীর কন্যা মোটেই মাকে রাতে জাগিয়ে রাখে না।
অন্যদিকে ‘নতুন মা’ হিসাবে মেয়ের পুরো দায়িত্বই পালন করেন দীপিকা। অথচ রাতে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরও তার চোখের পাতা এক হয় না। মেয়ে তার ঘুমের ব্যাঘাত মোটেও ঘটায় না। তার ঘুম কেড়ে নিয়েছে ‘রিল্স’। এর নেশায় পড়েই রাতের পর রাত নির্ঘুম কাটছে বলিউডের এ অভিনেত্রীর। রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েও দুটা থেকে তিনটা পর্যন্ত তিনি জেগে থাকেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘আমি রোজ ভাবী ১০টা নাগাদ ঘুমিয়ে পড়ব। কিন্তু রাত দুটোয় আমি...’। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রুপালি এবং সোনালি রং মিশাচ্ছেন তুলিতে করে। আর অন্ধকার ঘরে বিছানায় শুয়ে সেটাই দেখছেন এক নারী। সেই নারীই হচ্ছেন দীপিকা।
উল্লেখ্য, বিয়ের ছয় বছর পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরে সংসারে আসে মেয়ে দুয়া পাড়ুকোন সিং। তবে এখন পর্যন্ত মেয়ের মুখ মিডিয়ায় দেখাননি তারা। তবে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে কেবল ছোট্ট এক শিশুর পা।