
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম

আরও পড়ুন
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে রেকর্ড পরিমান ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু এখন অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী।
এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘পাগল মানুষ’ নামে একটি সিনেমায় দেখা গেছে। এরপর আর অভিনয় করেননি।
এ নায়িকাকে পর্দায় দেখতে এখনও দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। তাইতো অর্ধযুগ পর গত বছরে ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন শাবনূর। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা আরাফাত হোসাইন। কিছুদিন এর শুটিংও হয়েছে। এরপর বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি। মাঝে চাউর হয়েছিল, সিনেমাটি আর করছেন না শাবনূর।
কিন্তু এমন খবরে বেশ বিব্রত হয়ে শাবনূর তার দর্শকদের উদ্দেশ্যে জানান, সিনেমার বিষয়ে তার দেয়া কোনো বক্তব্য না শুনে, কেউ যেন বিশ্বাস না করেন। এমনকি তাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধও জানান নায়িকা। শাবনূরের কথাতেই স্পষ্ট, সিনেমাটি এখনও তিনি ছেড়ে দেননি। তাহলে কেন আটকে আছে কাজ?
সিনেমাটির প্রযোজনা সংস্থা থেকে গণমাধ্যমে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা শুটিং প্রস্তুতি নিচ্ছেন না। তবে কবে নাগাদ শুটিং শুরু করবেন এ বিষয়েও তাদের কোনো পরিকল্পনা নেই। তারা আরও অপেক্ষা করতে চান। সেটি কতদিন বা মাস, এ বিষয়ে এখনোও নিশ্চিত নন সিনেমা সংশ্লিষ্টরা।
জানা গেছে, চলতি বছরেও এ সিনেমার কাজ শুরু করার কোনো পরিকল্পনা নেই। এদিকে নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘গল্পে খানিকটা পরিবর্তন আনতে হয়েছে। সেজন্য শাবনূর আপুকে ওজন কমাতে হবে। তিনি এখন তাই করছেন। এখনো আমরা কোনো শুটিং শিডিউল ঠিক করিনি।’
এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রস্তুতি নিলেও শাবনূরকে নিয়ে কিন্তু সমালেচনাও হয়েছে অনেক। শুভাকাক্সিক্ষরা বলছেন, শাবনূরের ফেরাটা জরুরী ছিল। তবে তাকে এমন কিছু দিয়েই ফেরা উচিত, যাতে তার পূর্বের তারকা ইমেজ বজায় থাকে। কিন্তু তিনি ফিরছেন এমন একজন কাচা হাতের কারিগরের (পরিচালকের) হাত ধরে, যার ক্যারিয়ারে উলেখযোগ্য কোনো কাজ নেই। এমন সিদ্ধান্ত শাবনূরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও ‘রঙ্গনা’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হলে, সেটি নিয়েও বেশ সমালোচনা হয়।
এদিকে এ সিনেমা ছাড়াও শাবনূর একই নির্মাতার ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন। সেটিরও কোনো আপডেট নেই। প্রথম সিনেমাই যেখানে শেষ করতে পারছেন না নির্মাতা, সেখানে দ্বিতীয় সিনেমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, এমন প্রশ্নের উত্তর খোঁজাটাই বৃথা।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সময় হলেই দেশে ফিরব এবং সিনেমার শুটিংয়ে অংশ নেব। এখানে (অস্ট্রেলিয়া) আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি, তাছাড়া ছেলের স্কুলও খুলেছে। পাশাপাশি সিনেমার জন্য নিজের ফিটনেস ঠিক করারও একটি ব্যাপার রয়েছে। এখন তাই নিয়মিত জিম করে ওজন কমাচ্ছি।’
সর্বশেষ দেশে থাকার সময় নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজের বিপরীতে ‘মাতাল হাওয়া’ নামে একটি সিনেমাতেও শাবনূরের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি।
এদিকে শাবনূরের ফেরার অপেক্ষায় এখনও অধীর আগ্রহে তার ভক্ত-দর্শক। আদৌ কি শাবনূর ফিরবেন? ফিরলেও সে অপেক্ষার ব্যাপ্তিকাল কত? কিন্তু শাবনূরের দেশে ফিরে আবারও সিনেমায় যুক্ত হবার ব্যাপারে এখনো ধোয়াশা কাটছে না বলে জানাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।