
মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। মডেল হিসাবে শোবিজে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নাটকেও অভিনয় করেন তিনি। বর্তমান তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বসবাস করছেন। তাই শোবিজে নিয়মিত নন।
তবে প্রতিবছরই দেশে আসেন এবং নতুন কিছু প্রজেক্টে কাজ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুরু করেছেন কিছু কাজ। তবে নাটক বা বিজ্ঞাপন নয়, এবার তিনি ফিরছেন মিউজিক ভিডিও নিয়ে। মারুফ আহমেদের লেখা ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে ‘তোমার চোখে চোখ পড়তেই’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তিনি।
এতে মিলার সঙ্গে রয়েছেন মডেল ও অভিনেতা সাঞ্জু জন। গানটি গেয়েছেন কোনাল ও বিপ্লব সাহা। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন বিপ্লব সাহা।
এ প্রসঙ্গে মিলা হোসেন বলেন, ‘গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মিষ্টি প্রেমের রোমান্টিক গান। গানের কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে। আমার যারা শুভাকাক্সক্ষী তাদের জন্য সুখবর এই যে, অনেকদিন পর আমাকে একটু অন্যরকমভাবে এই মিউজিক ভিডিওতে দেখা যাবে। আশা করছি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, মিলা হোসেনকে সর্বশেষ ‘প্রবাস যাপন’, ‘আপন ভুবন’ নাটকগুলোতে অভিনয় করতে দেখা যায়।