
প্রিয় বন্ধু বিজয় দেবরাকোন্ডার বিষয়ে মুখ খুলেছেন দক্ষিণী সিনেমায় হালের হার্টথ্রব রাশমিকা মান্দানা। এই বন্ধুটিকে ঘিরে নানান গুজবের শিকার হয়েছেন ইতোমধ্যে। সেই গুজবের ইতি টানতেই ভারতীয় ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সবিস্তারে খোলাসা করেছেন দু’জনের সম্পর্ক। ক্যারিয়ারের পয়মন্ত সময় পার করছেন ২৮ বছর বয়সী এ অভিনেত্রী।
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তার পর থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। বিশেষ করে সুকুমার পরিচালিত ‘পুষ্পা-টু : দ্য রুল’-এর একটি দৃশ্যের পারফেকশন আনতে বিজয়ের সহযোগিতা পেয়ে তার প্রতি যারপর নাই কৃতজ্ঞ রাশমিকা।
তিনি বলেন, ‘আমি যখন দৃশ্যটি হাতে পেলাম, তখন ভালোই ভড়কে গিয়েছিলাম। কোথা থেকে শুরু করব, কীভাবে এক্সপ্রেশন দেবো, কীভাবে ডায়লগ থ্রো করব- কিছুই মাথায় আসছিল না। বিষয়টি আমি বিজয়কে জানাই। সে আমাকে এমন পরামর্শ দিল, আমার আর বেগ পেতে হল না। দারুণভাবে দৃশ্যটিতে নিজের অভিনয়কে মেলে ধরতে পেরেছিলাম। এ ধরনের সাহায্যের জন্য কৃতজ্ঞতা চিরকালীন’।
নেহা ধুপিয়ার সঙ্গে ওই সাক্ষাৎকারে বিজয়ের ভালোমন্দের দিকগুলো নিয়েও খোলামেলা কথা বলেছেন রাশমিকা।
‘বিজয়ের সঙ্গে আমার বন্ধুত্বের আরেকটি অন্যতম কারণ হচ্ছে আমরা দু’জনই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এ কারণে দু’জনের মানসিকতায় অনেক মিল রয়েছে। পরস্পরের সঙ্গে বোঝাপড়াটা ভীষণ সহজ।’
তবে রাশমিকা আরো বললেন, ‘বিজয় সব কাজকেই সিরিয়াসলি নেয়। কাজের মধ্যে এমনভাবে ডুবে থাকে, অন্যকিছুর প্রতি আর তার খেয়াল থাকে না। সে চলে রকেটের গতিতে। বন্ধু হিসাবে এটা আমার নিতে কষ্ট হয়।’
ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন রাশমিকা। এমন চমৎকার সমীকরণ সব অভিনেত্রীর ভাগ্যে জোটে না। পরপর তার অভিনীত তিনটি সিনেমা ৫০০ কোটি রুপি আয় করে সুপারহিট হয়েছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভেঙ্গা পরিচালিত অ্যাকশন ড্রামা সিনেমা ‘এনিমেল’।
এ সিনেমায় রাশমিকার বিপরীতে অভিনয় করেছিলেন রনবীর কাপুর। মাত্র ১০০ কোটি ভারতীয় রুপি খরুচে এ সিনেমা এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৯২০ কোটি রুপি।
এরপর ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় সুকুমারের অ্যাকশন ড্রামা সিনেমা ‘পুষ্পা-টু : দ্য রুল’। এ সিনেমায় তার নায়ক ছিলেন আল্লু অর্জুন। ৪৫০ কোটি ভারতীয় রুপি খরচের এই সিনেমা প্রায় দেড় বছরে আয় করেছে প্রায় ১ হাজার ৮০০ কোটি রুপি। লক্ষন উতেকার পরিচালিত হিস্টোরিক্যাল অ্যাকশন সিনেমা ‘চাভা’ মুক্তি পায় এ বছরের ১৪ ফেব্রুয়ারি। রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল জুটির এ সিনেমা তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১৪০ কোটি ভারতীয় রুপি। আর মাত্র এক মাসেই সিনেমাটি বক্সঅফিস থেকে তুলে নিয়েছে ৭৫৩ কোটি রুপি।
চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকা অভিনীত আরো চারটি সিনেমা। ২৮ মার্চ মুক্তি পাচ্ছে এ.আর. মুরুগাদোস পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘সিকান্দার’। এ সিনেমায় রাশমিকা অভিনয় করেছেন ভারতীয় হার্টথ্রব অভিনেতা সালমান খান। ধারণা করা হচ্ছে, ২০০ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমাও দারুণ ব্যবসা করবে। এ বছরের ২০ জুন মুক্তি পাবে শেখর কাম্মুলা পরিচালিত সোশ্যাল থ্রিলার ‘কুবেরা’। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ১২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন দানুশ, নাগার্জুন প্রমুখ। রাশমিকা অভিনীত মুক্তিপ্রতিক্ষীত অন্য দুটি সিনেমা হচ্ছে ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘থামা’। এগুলোর মধ্যে যদি ‘সিকান্দার’ ও ‘কুবেরা’ সুপারহিট হয়; তবে রাশ্মিকাই হবেন একমাত্র ভাগ্যবান নায়িকা, যার অভিনীত পাঁচ সিনেমা পরপর ব্যবসাসফলের তালিকায় জায়গা করে নেবে।
তবে রাশমিকার অভিনয় ক্যারিয়ারে আর যাই হোক, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনার শিকার হয়েই চলেছেন। রিশাব শেঠি পরিচালিত ‘কিরিক পার্টি’ সিনেমার সহ-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে ২০১৭ সালের ৩ জুলাই বাগদানের ঘোষণা দিলেও পরের বছরই সেই সম্পর্কের সমাপ্তি টানেন। এখনো বিয়ে করেননি। এ কারণেই, তিনি যতোই ‘ভালো বন্ধু’ ঘোষণা দেন না কেনো বিজয় দেবরাকোন্ডাকেই বিয়ে করে একাকিত্ব ঘোচান কিনা, সেটাই এখন দেখার বিষয়।