Logo
Logo
×

বিনোদন

প্রথমবার ঈদের সিনেমার নায়িকা হলেন যারা

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

প্রথমবার ঈদের সিনেমার নায়িকা হলেন যারা

বর্তমানে অধিকাংশ সিনেমা নায়ককেন্দ্রিক। নায়িকানির্ভর সিনেমা খুব একটা দেখা যায় না। তাই সিনেমা থেকে শুরু করে প্রচার-প্রচারণায় নায়কের প্রাধান্যই বেশি থাকে। একই চিত্র এবারের ঈদেও। তবুও ঈদের সিনেমার নায়িকা হবার দৌড়ে পিছিয়ে থাকতে চান না অভিনেত্রীরা। 

এবারের ঈদেও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে পুরোনো নায়িকাদের সঙ্গে প্রথমবার ঈদ সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছেন পাঁচ নায়িকা। তাদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, রিশিতা নন্দিনী শিমু। 

নুসরাত ফারিয়া

প্রথমবার ঈদ সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে আসছেন নুসরাত ফারিয়া। ‘জ্বীন-৩’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর তিনি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ফিরছেন। এতে তিনি জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করেছেন। 

এরইমধ্যে প্রচারণার অংশ হিসাবে সিনেমার দুটি পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে নুসরাত ফারিয়ার উপস্থিতিও ছিল। দিন তিনেক আগে প্রকাশ হয় ‘কন্যা’ শিরোনামে এ সিনেমার একটি গান। এখানেও সজলের সঙ্গে ফারিয়া বেশ প্রশংসা কুড়ান। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।   

প্রার্থনা ফারদিন দীঘি

গত বছর থেকেই প্রচারণা চলছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার। এটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। এতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এটিই হতে যাচ্ছে এ অভিনেত্রীর প্রথম কোনো ঈদসিনেমা। এটি পরিচালনা করেছেন এম রাহিম। এ সিনেমায় আরও রয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। 

তাসনিয়া ফারিণ

নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত বছরই সিনেমায় অভিষেক হয় তার। প্রথম সিনেমা ‘ফাতিমা’। বাণিজ্যিক ঘরানার বাইরে এবারই প্রথম ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় কাজ করছেন তিনি। আর এটি দিয়েই ঈদের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন। এতে তিনি অভিনয় করছেন দুই নায়কের সঙ্গে। একজন হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অন্যজন শরিফুল রাজ। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই এটি সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে ঈদেই মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা । 

সুনেরাহ বিনতে কামাল

ঈদের সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে ‘দাগি’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। তিনি নাটকের বেশ জনপ্রিয় ছিলেন। তবে সিনেমা শুরুর পর আর নাটকে ফেরেননি। এ ঈদেও তিনি তার অভিনীত ‘দাগি’ সিনেমায় দুই নায়িকা নিয়ে ফিরছেন। পুরোনো সঙ্গী তমা মির্জার সঙ্গে এবার রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। এটি হতে যাচ্ছে সুনেরাহর প্রথম ঈদসিনেমা। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। প্রচারণাও চলছে পুরোদমে। সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।  

রিকিতা নন্দিনী শিমু

নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর ৩০২’। এটি গত বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে। ঘোষণা দিয়েও মুক্তি পাচ্ছিল না। অবশেষে এ ঈদে মুক্তি পেতে যাচ্ছে এটি। সিনেমাটি দিয়ে প্রথমবার ঈদের নায়িকা হয়ে পর্দায় আসতে চলেছেন রিকিতা নন্দিনী শিমু। এরইমধ্যে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা বেশ প্রশংসিত হয়েছে। 

এছাড়াও ‘আতরবিবি লেন’ নামে একটি সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। এটিও ঈদে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ সিনেমায় অভিনয় করেছেন ফারজানা সুমী। ঈদে সিনেমাটি মুক্তি পেলে এটি হবে এ নায়িকার প্রথম ঈদ সিনেমা। 

ঘোষণা অনুযায়ী এবারের ঈদে মুক্তির মিছিলে রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘ইনসাফ’, ‘পিনিক’, ‘জ্বীন-৩’, ‘চক্কর-৩০২’ সিনেমাগুলো। হয়তো এ তালিকায় আরও নতুন সিনেমা যোগ হবে। এসব সিনেমার মধ্যে অনেক নায়িকা রয়েছেন যারা এর আগেও ঈদ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়েছেন। ‘বরবাদ’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বার দেশের সিনেমায় অভিনয় করলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এবারও তিনি তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’র নায়ক শাকিব খানের বিপরীতেই অভিনয় করেছেন। এ জুটি তাদের দ্বিতীয় সিনেমা নিয়ে ঈদে প্রেক্ষাগৃহে আসছেন।  

এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে তো বলা হয় ঈদ সিনেমার হিট নায়িকা। প্রতি বছরেই তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। এবারও ব্যতিক্রম নয়। এরইমধ্যে তার অভিনীত ‘জংলি’ ও ‘পিনিক’ নামে সিনেমা দুটো রয়েছে মুক্তির তালিকায়। এবারও প্রেক্ষাগৃহে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা। ‘দাগি’ সিনেমার আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। তাদের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পায় ২০২৩ সালের ঈদে। যা বেশ আলোচনায় ছিল।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম