Logo
Logo
×

বিনোদন

‘আমি যদি ৫০ বছরে বিয়ে করতে পারি, তবে আমির কেন ৬০-এ নন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

‘আমি যদি ৫০ বছরে বিয়ে করতে পারি, তবে আমির কেন ৬০-এ নন’

ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান তার ৬০তম জন্মদিনে ফ্যানদের নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। অভিনেতার নতুন গার্লফ্রেন্ডের নাম গৌরি স্প্র্যাট। আমির খান এর আগে দুবার বিয়ে করেছিলেন। তবে এবার প্রকাশ্যে আসা খবরটি ফ্যানদের জন্য চমকপ্রদ ছিল। 

এদিকে ৬০ বছর বয়সে প্রেমে পড়া নিযে বলিউড নির্মাতা বিক্রম ভাট প্রতিক্রিয়া জানিয়েছেন। এ পরিচালক বলেন, আমি যদি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তা হলে আমিরের ৬০ বছর বয়সে সঙ্গী কেন পাওয়া যাবে না? 

সংবাদমাধ্যমের সঙ্গে বিশেষ কথোপকথনে বিক্রম ভাট আরও বলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। সুখ পাওয়ার জন্য কোনো বয়স নেই। জীবন যত এগিয়ে যায়, এটি সম্পর্কের উন্মাদনা এবং যৌনতার সম্পর্ক আর থাকে না। এটি সংগীতা এবং একা না থাকার বিষয়ে হয়ে যায়। কেউ আপনার হাত ধরবে, কেউ আপনাকে বুঝবে, কেউ বলবে যে, সব ঠিক হয়ে যাবে। যদি আমিরকে সেই মানুষটি পাওয়া যায়, তা হলে আমি তার জন্য খুব খুশি। আমি তার জন্য ভালো চাই। কারণ তিনি একজন মহান মানুষ এবং খুশি থাকতে তিনি যোগ্য।

উল্লেখ্য, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। পরে ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর অভিনেতা ২০০৫ সালে অভিনেত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এখন আমির খান গৌরি স্প্র্যাটের সঙ্গে ডেট করছেন।

আমির খান গৌরির সঙ্গে তার প্রেমের বিষয়ে বলেছিলেন, আমি এমন একজনকে খুঁজছিলাম, যার সঙ্গে আমি শান্তিতে থাকতে পারি, যিনি আমাকে শান্তি দেবে। আর গৌরি সেই মানুষ। 

মিস্টার পারফেকশনিস্ট গৌরি স্প্র্যাটকে তার পরিবার, কাছের বন্ধু, বলিউডের সুপারস্টার সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম