কেন নিজের পুরনো ছবি ব্যবহার করতে নিষেধ করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জারনিশ খান। তিনি অনেক দিন ধরেই শোবিজ থেকে দূরে রয়েছেন। ধর্মীয় রীতি অনুযায়ী জীবন পরিচালনা করেন। স্বামী-সংসার নিয়েই ব্যস্ততা তার। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
জারনিশ খান শোবিজে অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় আগের অনেক ছবি-ভিডিও থেকে গেছে তার। এ জন্য সেই প্ল্যাটফর্ম থেকে নিজের সব পুরনো ছবিগুলো ব্যবহার না করার জন্য আহ্বান জানালেন এবার।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাইকে শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি, অনুগ্রহ করে আমার পুরনো ছবিগুলো ব্যবহার করবেন না। আমি আপনাদের কেবলই অনুরোধ করতে পারি...আর আমি এখন পর্দা করি।
জারনিশ খান জানিয়েছেন, কেউ যদি চায় তাহলে তার সম্পর্কে যা খুশি লিখতে পারেন। কিন্তু তার পুরনো ছবি ও ভিডিও ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে একটি টেলিভিশন শোয়ে দেশটির আলোচিত অভিনেত্রী আলিজেহ শাহ সম্পর্কে ভুল মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তার সেই ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যান করেছিলেন আলিজেহ শাহ।
প্রসঙ্গত, উর্দু টেলিভিমন ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত জারনিশ খান। ২০১৫ সালে ‘সুসরাল মেরা’ সিনেমায় আলিজেহ চরিত্রে অভিনয়ের জন্য সেরা সাবান অভিনেত্রীর জন্য হাম পুরস্কারে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে ‘আয়ে জিন্দেগি’ সিনেমায় সামরা এবং একই বছর ‘সেহরা ম্যায় সফর’ সিনেমায় ইকরা চরিত্রে অভিনয় করেন।
এছাড়াও ‘লাজ’ (২০১৬),’সান ইয়ারা’, ‘মান চাহি’ (২০১৭), ‘দেইজাজাত’ (২০১৮) ও ‘এক মহব্বত কাফি হ্যায়’ (২০১৮-১৯) সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন জারনিশ খান।