Logo
Logo
×

বিনোদন

ফের মা হলেন অভিনেত্রী মানসী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম

ফের মা হলেন অভিনেত্রী মানসী

ফের মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান এলো তার কোলজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের নিজেই জানিয়েছে তিনি। 

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। 

অভিনেত্রী বলেন, ‘এবার মেয়েটা খুব কান্নাকাটি করছিল। আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে তাই। ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল। তারপর বাড়ি চলে গেছে। তবে মাঝেমধ্যেই আমার কথা বলছে। এখন শুধুই ভিডিও কল ভরসা।’ 

মায়ের কাছে থাকতে না পারলেও খালার মাধ্যমে হাসপাতালে মানসীর জন্য সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে মেয়ে। নবাগতকে ‘বেবি’ বলে সম্বোধন করে তাকে আগাম ভালো থাকার বার্তা দিয়েছে মানসীকন্যা।

এক সময় মানসীর দাম্পত্যে নেমেছিল বিবাদের কালো ছায়া। স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছেছিল তলানিতে। মানসী নিজেই এক সময় জানিয়েছিলেন, সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন। কিন্তু মেয়ের মুখ চেয়ে সব ঝামেলা মিটিয়ে নেন, এমনই জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

অভিনেত্রীর স্বামী রুপালি দুনিয়ার বাইরের মানুষ। এমনকি তিনি কখনও সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখিও হন না। জানা গেছে, নতুন মা ও সন্তান ভালোই আছেন।

প্রসঙ্গত, ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে নজর কেড়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম