Logo
Logo
×

বিনোদন

প্রথমবারের মত গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৬ এএম

প্রথমবারের মত গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির খান

প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকার নাম গৌরী স্প্র‍্যাট। নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার মুম্বইয়ে প্রেমিকা গৌরী সঙ্গে প্রথম প্রকাশ্যে আমিরকে দেখা গেল। মুম্বইয়ের এক্সেল অফিসে প্রথমবার জুটির ছবি তোলে সাংবাদিকরা।

মঙ্গলবার মুম্বইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পান ফটোগ্রাফাররা। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির। সাংবাদিকদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। 

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।

এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা যায়।

চলতি মাসের শুরুতেই গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের কথা স্বীকার করে নেন অভিনেতা নিজেই। তিনি জানান, এক বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে রয়েছেন। ১৪ মার্চ ৬০ বছরে পা দিয়েছেন এই সুপারস্টার। তার ঠিক আগের দিনই তিনি অনানুষ্ঠানিক মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে নিজের সঙ্গীকে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেছেন, ‘আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা অনুভব করেছি যে আমরা একে অপরের সঙ্গে যথেষ্ট সুরক্ষিত। আর এটা ভালো যে আমাকে এখন থেকে আর কিছু লুকাতে হবে না। আমি ভেবেছিলাম এটা তোমাদের সকলের সঙ্গে ওর আলাপ করিয়ে দেওয়ার একটা সুন্দর উপলক্ষ্য। 

গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি সেলুনের মালিক রীতা স্প্রেটের মেয়ে গৌরী প্রায় সারা জীবন এই শহরেই থেকেছেন। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বইয়ে একটি বিব্লান্ট সেলুন চালাচ্ছেন। গৌরীর ছয় বছরের একটি সন্তান রয়েছে এবং তিনি আমিরকে ২৫ বছর ধরে চেনেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম