Logo
Logo
×

বিনোদন

অপূর্বর মেঘবালিকা নীহা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০০ পিএম

অপূর্বর মেঘবালিকা নীহা

নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে ‘মন দুয়ারি’ নামে একটি নাটকে প্রথমবার জুটি বেঁধেছিলেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি প্রচার হলে বেশ আলোচনায় আসে। 

এ জুটিকে নিয়ে ফের নতুন নাটক নির্মাণ করলেন জাকারিয়া সৌখিন। নাম ‘মেঘবালিকা’। এটি আসছে ঈদে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 

নির্মাতা বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে।’ 

গল্পে দেখা যাবে, আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে। সে এক গভীর পাগলামী প্রেম। ইন্টারমিডিয়েটে পড়া একজন বালিকার প্রেম যতোটা তীব্র হতে পারে, ঠিক ততোটাই। 

নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এটা সুন্দর গল্পের একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নির্মাণ করেছে। সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস সবাই এক বসাতে এটি তৃপ্তি নিয়ে দেখবেন।’ 

নাজনীন নীহা বলেন, ‘নাটকটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস ‘মন দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ও দর্শকের মন জয় করে নিবে।’ 

উল্লেখ্য, ‘মন-দুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ নাটক দুটো পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ, আগে থেকেই ‘মন-দুয়ারী’র পর চমক হিসেবে ‘মেঘবালিকা’র ঘোষনা দেয়ার প্ল্যান ছিল নির্মাতার ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম