৯৮তম অস্কার উপস্থাপনা করবেন কোনান ও’ব্রায়েন

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম

চলতি বছরের অ্যাকাডেমি পুরষ্কারে মঞ্চ মাতানোর পর কোনান ও’ব্রায়েন ২০২৬ সালের ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ৯৮তম অস্কারেও ডলবি থিয়েটারের মঞ্চে মাইক্রোফোন হাতে দর্শক মাতাবেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।
ঘোষণার পর এক বিবৃতিতে ও’ব্রায়েন মজা করে বলেছেন ‘আমি আগামী বছর অস্কারের উপস্থাপক হওয়ার একমাত্র কারণ হল, আমি অ্যাড্রিয়েন ব্রডিকে তার বক্তৃতা শেষ করতে শুনতে চাই।’
একই ঘোষণায় একাডেমির সিইও বিল ক্র্যামার এবং সভাপতি জ্যানেট ইয়াং এমি-বিজয়ী অস্কারের পুরো অনুষ্ঠান তত্বাবধান ও প্রযোজনা দলের মূল কারিগর রাজ কাপুর এবং কেটি মুলানের প্রত্যাবর্তনের বিষয়টিও নিশ্চিত করেছেন, যারা টানা তৃতীয় বছরের জন্য অনুষ্ঠানটি তৈরির জন্য পর্দার পেছনে নেতৃত্ব দেবেন।
‘৯৮তম অস্কারের জন্য কোনান, রাজ, কেটি, জেফ এবং মাইককে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত!’, ক্র্যামার এবং ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন।