Logo
Logo
×

বিনোদন

ফের নায়ক থেকে খলনায়ক হচ্ছেন শাহরুখ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

ফের নায়ক থেকে খলনায়ক হচ্ছেন শাহরুখ!

ক্যারিয়ারের শুরুতে চলার পথটা খুব একটা মসৃণ ছিল না বলিউডের ‘কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খানের। সুযোগ পাওয়াটাই ছিল মুখ্য। বিশেষ করে নায়ক হিসাবে তাকে সিনেমায় নিতে অনেক নির্মাতা প্রযোজকই ছিলেন অপারগ। 

১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে যাত্রা শুরু। কিন্তু নায়ক হিসাবে যেন কারও পছন্দই হচ্ছিল না। তাই ‘ডর’, ‘বাজিগর’র মতো সিনেমায় খলনায়ক হিসাবেই পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন। 

এরপর অবশ্য ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তার ভাগ্য বদলে দিয়েছে। কতটা রোমান্টিকভাবে নিজেকে পর্দায় তুলে ধরতে পারেন, সেটা দেখিয়ে দিয়েছেন এ সিনেমার মাধ্যমে। সেই শুরু, আর থেমে থাকতে হয়নি। রোমান্টিক থেকে কমেডি, শেষে অ্যাকশন-কোনটাই বাদ যায়নি দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে। 

কিন্তু শুরুর সেই ‘খলনায়ক’ চরিত্রের কথা ভুলে যাননি শাহরুখ। স্মৃতিচারণ বা যে কারণেই হোক, নিজেকে আবারও সেভাবে দেখতে হয়তো ইচ্ছা পোষণ করেছেন। তাই আবারও পর্দায় হাজির হবে ‘খলনায়ক’ হয়ে! শাহরুখ খানকে ভিলেন বানিয়ে সিনেমা বানাবেন দক্ষিণ ভারতীয় নির্মাতা। 

তিনি হচ্ছেন ‘পুষ্পা-২’ এর নির্মাতা সুকুমার। সম্প্রতি এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম।  

২০২৩ সালের ডিসেম্বর মাসে ‘ডাঙ্কি’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে শাহরুখকে। এরপর লম্বা বিরতি। বর্তমানে মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে কাজ করছেন ‘কিং’ নামে একটি সিনেমার।  যেখানে থাকবেন অভিষেক বচ্চনও। কিন্তু অ্যাকশন সিনেমায় ‘হিরো’ হয়ে যেন আর মন ভরছে না কিং খানের। তাই ‘এন্টিহিরো’ হিসাবে নিজেকে আরও একবার ঝালাই করে নিতে চান। এজন্য তিনি নাকি ‘পুষ্পা ২’র পরিচালকের সঙ্গে কাজ করতে প্রস্তুত। 

ধারণা করা হচ্ছে যে, এ সিনেমার গল্পে জাতপাত এবং শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে, যা বাণিজ্যিক ধারার সঙ্গে এটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে। কিং খান একজন অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন। তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে, যেখানে তাকে একদম দেশি অবতারে দেখানোর কথা রয়েছে।

তবে সিনেমাটি এখনই হবে না। শাহরুখ এবং সুকুমার, দুজনেই এখন চরম ব্যস্ত। শাহরুখ ‘কিং’র কাজ করছেন। এরপর ‘পাঠান-২’ ও  ‘টাইগার ভার্সেস পাঠান’র কাজও রয়েছে তার হাতে। 

অন্যদিকে সুকুমারের একাধিক প্রকল্পের কাজ চলছে, যার মধ্যে রয়েছে দক্ষিণী সুপারস্টর রামচরণের সঙ্গে ‘আরসি ১৭’, আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা-৩: দ্য র‌্যাম্পেজ’ এবং একটি রোম্যান্টিক ড্রামা। তাই চাইলেও শাহরুখ এখনই খলনায়ক হয়ে পর্দায় আসতে পারছেন না। 

তবে নির্মাতা সুকুমারকে শাহরুখ জানিয়েছেন, আগামী ২ বছর নতুন কোনো প্রজেক্টে কাজের জন্য তিনি প্রস্তুত নন। ২০২৭ সাল বা তার পরে চাইলে এ কাজটি শুরু হতে পারে। 

এদিকে সম্প্রতি নিজের সাধের প্রাসাদোপম ‘মান্নত’ ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ খান। বর্তমানে মুম্বাইয়ের খারের পালি হিল এলাকার পূজা কাসা ভবনে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমন্টই তার আবাসস্থল। মূলত সংস্কারের কারণে মান্নত ছেড়েছেন তিনি। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে মান্ততেই থাকেন তিনি। মাস দুয়েক ধরে ২৭ হাজার বর্গফুটের একটি বাংলোটিরর মেরামত ও সংস্কারের কাজ চলবে। 

উল্লেখ্য, ২০০১ সালে ১৩.০১ কোটি ভারতীয় রুপিতে এ বাড়িটি কিনেছিলেন শাহরুখ খান। বর্তমানে এ সম্পত্তির মূল্য প্রায় ২০০ কোটি রুপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম