Logo
Logo
×

বিনোদন

মার্কিন ইমিগ্রেশনে ১২ দিন আটক কানাডিয়ান অভিনেত্রী, জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

মার্কিন ইমিগ্রেশনে ১২ দিন আটক কানাডিয়ান অভিনেত্রী, জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা

হলিউডের আলোচিত সিনেমা ‘আমেরিকান পাই’র অভিনেত্রী জেসমিন মুনি অভিযোগ করে বলেছেন, তার কাজের ভিসা নবায়ন করতে গেলে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা তাকে ১২ দিন আটকে রেখেছিল। শুধু তাই নয়, ওই সময় তার সংস্থাটি সদস্যদের বিরুদ্ধে অমানবিক আচরণেরও অভিযোগ তুলেন এই কানাডিয়ান অভিনেত্রী। 

হলিউডে দীর্ঘদিন কাজ করেন জেসমিন। ‘আমেরিকান পাই’ ছাড়াও তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘কিড ক্যানাবিস’, ‘লাউডারমিল্ক’, ‘আইজম্বি’ এবং ‘সিক্স’। ৩ মার্চ মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন তিনি। কাজের ভিসা নবায়ন করার জন্য সান দিয়েগোতে বসবাসরত তার আইনজীবীর কাছে যাওয়ার কথা তার। কিন্তু মার্কিন-ম্যাক্সিকো সীমান্তে আইসিই তাকে প্রবেশাধিকার দেওয়ার পরিবর্তে আটক করে। 

এই ঘটনাকে জেসমিন ‘খুবই বিরক্তিকর মানসিক পরীক্ষা’ হিসাবে বর্ণনা করেছেন। 

মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে একটি কক্ষে রাখা হয়েছিল এবং একটি মাদুরের উপর ঘুমাতে হয়েছিল। কোন কম্বল নেই, কোন বালিশ নেই, আড়াই দিন ধরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমার শরীরে মৃতদেহের মতো জড়িয়ে রখতে হয়েছে! আমি আমার জীবনে এত অমানবিক কিছু দেখিনি।’ 

জেমসিন জানান, ডিটেনশন সেন্টারের খাবারের মান এতটাই খারাপ ছিল যে, তিনি তা খেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যার ফলে তার ওজনও কমে গিয়েছিল। নির্যাতনের অভিযোগ তুলে তিনি আরও একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, যখন তাকে এবং আরও ৩০ জন মহিলাকে মধ্যরাতে অ্যারিজোনার একটি কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছিল, সেখানে  তাকে ২৪ ঘন্টা ধরে শিকল দিয়ে জড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছিল।

যদিও জেমসিনকে আটকের সঠিক কারণ সংবাদমাধ্যমে জানায়নি আইসিই। তবে কেউ কেউ অনুমান করছেন, হলি ওয়াটারখ্যাত ‘ফুল-স্পেকট্রাম হেম্প’ পানীয় বিক্রি করার সঙ্গে জেসমিনের আটকের সংযোগ থাকতে পারে। কারণ, তিনি এই কোম্পানীর সহ-প্রতিষ্ঠাতা। 

জেসমিন অবশ্য আটকের কারণ হিসাবে বলেছেন, ‘তারা আমাকে বলেছিল আমি যুক্তরাষ্ট্রে কাজের জন্য পেশাদার নই। কারণ আমার কাগজপত্রে কাজের সঠিক বর্ণনা ছিল না।’ 

গত শনিবার কানাডায় ফিরে আসেন জেসমিন। ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসার পর, তিনি সংবাদমাধ্যমকে বলেন,  ‘আমি এখনও জানি না আমি কীভাবে বাড়িতে আছি। আমার বন্ধুবান্ধব, পরিবার এবং মিডিয়াই আমার বাড়িতে থাকার কারণ। তাদের কারণেই হয়তো আমি বাড়ি ফিরে আসতে পেরেছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম