Logo
Logo
×

বিনোদন

অল্প বয়সেই চলে গেলেন কানজয়ী অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

অল্প বয়সেই চলে গেলেন কানজয়ী অভিনেত্রী

মাত্র ৪৩ বছরেই না ফেরার দেশে চলে গেলেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন। রোববার ফ্রান্সের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২৩ সালে এমিলি জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি। এমিলির পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিকে।

১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি। রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। সেই বছর একই সিনেমা স্বর্ণপামও জয় করে। 

এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন, যার বেশিরভাগই ছিল ফরাসি ভাষার। তার অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ ইত্যাদি।

গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন। সেটিই ছিল প্রকাশ্যে তার শেষ উপস্থিতি। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, ধীরে ধীরে চলাফেরার সক্ষমতাও হারিয়ে ফেলেন।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার ব্লেক অ্যাট ইয়োর সার্ভিস’ ছিল এমিলির অভিনীত শেষ সিনেমা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম