
প্রিন্ট: ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম
পিছু ছাড়ছে না বিতর্ক, বড় ক্ষতির মুখে সময় রায়না

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:০২ পিএম
-67d7c8f7cea0a.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি রণবীর ইলাহাবাদিয়ার। এবার বড় ক্ষতির মুখে পড়লেন সময় রায়নাও। মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা যেমন ফিরিয়ে নেওয়া যায় না, ঠিক তেমনি হাতেনাতে প্রমাণ পাচ্ছেন ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর বাবা-মায়ের সঙ্গম নিয়ে যে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন। এই অনুষ্ঠানটি সময় রায়নার। তাই তার দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ। ঘটনার পর ক্ষমা চাইলেও বিতর্ক পিছু ছাড়েনি তার। এবার বড় ক্ষতির মুখে পড়লেন সময়ও।
আগামী ২১ ও ২৩ মার্চ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা ছিল কৌতুকশিল্পী সময় রায়নার। অনুষ্ঠানের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘আনফিল্টার্ড’। কিন্তু হঠাৎই সেই অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকাও ফেরত দেওয়া হয়েছে আয়োজকদের তরফ থেকে। ঠিক কেন বাতিল হলো এই অনুষ্ঠান, তা এখনো স্পষ্ট নয়। সময় নিজেও জানাননি, কেন সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও বাতিল হল অনুষ্ঠান।
‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানের পর থেকে কানাডায় রয়েছেন সময়। সেখানেই একের পরে এক অনুষ্ঠান করছেন তিনি। এই বিতর্ক নিয়েও মশকরা করেছেন সময়। একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই অনুষ্ঠানে এমন অনেক সময়ে আপনাদের মনে হবে, আমি আরও মজার কথা বলতে পারি। কিন্তু তখন আপনারা বেয়ারবাইসেপস (রণবীর)-এর কথা স্মরণ করবেন। মনে হয়, আমার সময়টাই খারাপ যাচ্ছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আমিই সময়।