-67d6747fd6c31.jpg)
ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন, যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয় এবং বিভিন্ন বিষয়ে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন। পোস্টে পরীমনি লিখেছেন, আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখ, সে যেন তোমার দুঃখের কারণ না হয়, সোনা।
অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তারা বলছেন, পরী তার সাবেক স্বামী শরিফুল রাজকে নিয়ে পোস্ট দিয়েছেন। নেটিজেনরা মনে করছেন, ‘সোনা’ বলে পরী মূলত রাজকে উল্লেখ করেন। পরীর পোস্ট শেয়ার দিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘পরী রাজকে ভুলতে না পেরে তাকে নিয়ে এমন পোস্ট করেছে।’
আবার অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফারহান নামে আরেক নেটিজেনের বলেছেন— কষ্ট পেয়ে এভাবে কেউ রাজকে মিস করার কী আছে। নিজেকে নিজে ভালোবাসেন।
উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে পরীমনির।