
অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ক্রাইম ড্রামা ঘরানার নতুন সিরিজ ‘ডোপ থিভ’। সিরিজটি পরিচালনা করেছেন পিটার ক্রেইগ। এতে অভিনয় করেছেন ব্রায়ান হেনরি ও ওয়াগনার মওরে প্রমুখ।
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমা ‘বি হ্যাপি’। বাবা ও মেয়ের সম্পর্কের গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন রেমো ডি’সুজা। অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নোরা ফাতেহি, নাসির, জনি লিভার প্রমুখ।
বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু, নরেশ ভুঁইয়া প্রমুখ।
বঙ্গতে দেখা যাচ্ছে বাংলায় ডাবিংকৃত হিন্দি ভাষার ওয়েব সিরিজ ‘লাভ এঞ্জেলস’। এটি নির্মাণ করেন ভেদ প্রকাশ কে। এতে অভিনয় করেছেন অভিদ ইয়াদাভ, প্রেরণা আরোরা প্রমুখ।