Logo
Logo
×

বিনোদন

আছিয়ার মৃত্যু প্রতিটি শিশু ও নারীর আজীবনের অভিশাপ: জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম

আছিয়ার মৃত্যু প্রতিটি শিশু ও নারীর আজীবনের অভিশাপ: জয়

ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয় । গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আছিয়ার মৃত্যুতে সরব সব শ্রেণিপেশার মানুষ। সেই সঙ্গে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিনোদন জগতের তারকারা। চাইছেন ধর্ষকের দ্রুত বিচার। সেই কাতারে আছেন ঢালিউড অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জয় লিখেছেন— আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। তিনি বলেন, প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।

শাহরিয়ার নাজিম জয় ছাড়াও এই পাশবিক কর্মকাণ্ডের  প্রতিবাদ জানিয়ে ধর্ষকের দ্রুত বিচার চেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিলয়, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, জোভান, শাহনাজ খুশি, জায়েদ খান, দিয়া মির্জাসহ আরও অনেকেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম