
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:১৯ এএম
রানির প্রতি যে কারণে অস্বস্তি সাইফের, কারণ জানালেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৭ এএম

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে ‘কুরবান’ অথবা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রেস টু’, নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে সাবলীল পতৌদি পরিবারের নবাব বলি অভিনেতা সাইফ আলি খান। কিন্তু রানির সঙ্গে চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু কেন?
কোন নায়িকার সঙ্গে ছিল সেই দৃশ্য? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই খোলাসা করেছিলেন। সেই নায়িকাও উপস্থিত ছিলেন সেই সময়। ‘হম তুম’ সিনেমার শুটিংয়ে ঘটেছিল ঘটনাটি। চুম্বনের দৃশ্য শুটিংয়ের আগে রানি মুখার্জি সাইফকে বলেছিলেন— তুমি পরিচালককে বলে দাও, তুমি আমাকে চুম্বন করতে চাও না।
রানির কথায় সহমত পোষণ করেননি সাইফ। উত্তরে তিনি বলেন, আমি এটা করতে পারব না। আমার বস বলেছেন— সিনেমার জন্য এই দৃশ্য প্রয়োজনীয়। তাই আমাদের এটা করা উচিত।
সেই সাক্ষাৎকারে রানি বলেন, মনে আছে আমরা দুজন সেই দৃশ্যটি নিয়ে কত ভয়ে ছিলাম। উত্তরে সাইফ বলেন, আমরা নয়, তুমি ভয়ে ছিলে। এর পর বিশদ ঘটনাটি জানান সাইফ। রানির উদ্দেশে বলেন— সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন ছিল এটি। আমার জন্য খুবই অস্বস্তিদায়ক ছিল। তুমি অস্বস্তিতে ছিলে এটা ভেবে আরও অস্বস্তি হয়েছিল আমার।