Logo
Logo
×

বিনোদন

বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে যা জানালেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম

বিপাশার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে যা জানালেন অভিনেতা

পর্দায় কিংবা বাস্তবে ডিনো মরিয়া ও বিপাশা বসুর রসায়ন সবসময় আলোচনা ছিল। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিনো মরিয়া স্মরণ করেন, কিভাবে ‘রাজ’ সিনেমার শুটিং চলাকালীন তাদের বিচ্ছেদ হয়েছিল এবং বিপাশা এই পরিবর্তন মেনে নিতে খুবই কষ্ট পেয়েছিলেন।

ডিনো মরিয়া আরও জানান, কিভাবে তারা সম্পর্ক শেষ হওয়ার পর প্রাথমিক দ্বিধা কাটিয়ে উঠেছিলেন এবং পরবর্তীতে সেরা বন্ধু হয়ে উঠেছিলেন।

অভিনেতা বলেন, ‘রাজ’-এর সময় যখন আমাদের ব্রেকআপ হচ্ছিল, তখন মূলত আমি বিপাশার সঙ্গে সম্পর্ক শেষ করছিলাম, কারণ আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল। তাই ওর জন্য এটা খুব কঠিন ছিল। আমি প্রতিদিন সেটে ওকে দেখতাম, ও খুব আপসেট ছিল। যাকে এত ভালোবাসতাম, তার এমন অবস্থায় থাকতে দেখা সত্যিই খুব কঠিন ছিল।

ডিনো মরিয়া ও বিপাশা বসু তাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

আমরা ইতোমধ্যেই আলাদা পথ বেছে নিয়েছিলাম। আমরা চেষ্টা করেছিলাম সব ঠিক করার, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। শেষমেশ আমি এগিয়ে গেলাম, যোগ করেন ডিনো মরিয়া। 

তিনি আরও বলেন, এটা সত্যিই কঠিন সময় ছিল, কারণ যার সঙ্গে আপনি কয়েক বছর কাটিয়েছেন, এখন তার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আর সেই সময় আমাদের একসঙ্গে কাজও করতে হচ্ছিল।

ডিনো মরিয়া ও বিপাশা বসু একসঙ্গে ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’, ‘রক্ত’ এবং ‘চেহরা’ সিনেমায় কাজ করেছিলেন।

ডিনো মরিয়া আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তিক্ততা কেটে গিয়েছিল।

অভিনেতা বলেন, এরপর আমরা সেরা বন্ধু হয়ে উঠলাম। সেই মুহূর্তটা খুব কঠিন ছিল, তখন রাগ, আবেগ, অভিমান সবকিছুই ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, সেটি কেবল একটি মুহূর্ত ছিল। আমি সত্যিই ওর সঙ্গে সময় কাটাতে পছন্দ করতাম। আরও সেও আমাকে উপভোগ করত। তাই ভাবলাম, অন্তত বন্ধুত্বটা তো রাখতে পারি।

ডিনো মরিয়া ২০১৬ সালে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার-এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

ডিনো মরিয়া ও বিপাশা বসুর প্রথম দেখা হয়েছিল এক ব্লাইন্ড ডেটে, যা তাদের এক সাধারণ বন্ধু সেট আপ করেছিলেন। ধীরে ধীরে তারা প্রেমে পড়েন এবং ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সম্পর্কে ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম