কুমিল্লার জ্যোতিকে নিয়ে আসিফের ‘তুমি শুধু তোমারই মতো’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:০১ পিএম

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নতুন মুখকে তার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আসিফের সঙ্গে গান গেয়ে অনেক নারী শিল্পীও জনপ্রিয়তা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নবীনশিল্পী জ্যোতিকে নিয়ে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।
কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী। তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মতো’।
মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সাথে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও।
নতুন এই সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।
এদিকে আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি বলেন, নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই-ই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।