Logo
Logo
×

বিনোদন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় শিল্পীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় শিল্পীরা

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১০ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন শিল্পীরা।

সমিতির সভাপতি মিশা সওদাগর মানববন্ধনে বলেন, আমরা সবাই জানি, কী ঘটেছে। এবং আমরা সবাই চাই, অপরাধীদের যথাযথ শাস্তি হোক। আজকের এই সমাবেশ আমাদের আবেগের বহিঃপ্রকাশ। আমাদের একটাই দাবি— শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক।

তিনি আরও বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে অন্য কেউ এমন অপরাধ করার আগে একবার নয়, দশবার ভাবে। পাশাপাশি, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।

শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় বলে মনে করেন মিশা সওদাগর। তিনি বলেন, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধিও অপরিহার্য। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।

প্রতিবাদ সমাবেশে মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন রোজিনা, ডিএ তায়েব, রুমানা ইসলাম, শিপন মিত্র, জয় চৌধুরী, মুক্তি প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম