Logo
Logo
×

বিনোদন

বিয়ের রেশ না কাটতেই সুখবর দিলেন মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম

বিয়ের রেশ না কাটতেই সুখবর দিলেন মেহজাবীন

বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভারতের বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘সাবা’।

দিন চারেক আগেই জাপানের ২০তম ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় সাবা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সিনেমাটি পেল পুরষ্কার।

গত ১ মার্চ শুরু হয়েছিল ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত শনিবার নেমেছে উৎসবটির পর্দা। সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় পুরস্কৃত ছবিগুলোর নাম। এ আসরে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় হয়েছে ‘সাবা’।

খবরটি জানিয়ে ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘কী সুন্দর সকাল। অভিনন্দন ছবির সংশ্লিষ্ট সবাইকে।’

উৎসবটিতে এশিয়ান সিনেমা বিভাগে সেরার পুরস্কার জিতেছে ইরানের ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় হয়েছে ইসরায়েলের ছবি ‘রিডিং ললিতা ইন তেহরান’। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী শাবানা আজমিকে।

মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘সাবা’। টেলিভিশনে দীর্ঘ দেড় দশক অভিনয়ের পর এ ছবির মাধ্যমে সিনেমায় এসেছেন তিনি। অবশ্য দেশের প্রেক্ষাগৃহে এখনো ছবিটি মুক্তি পায়নি। বরং দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ দিয়ে তার অভিষেক হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম