
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পিএম
এই মুখ নিয়েই তো বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিল: কেন বলেছিলেন প্রিয়াংকার বাবা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

আরও পড়ুন
বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনয়ের সফর শুরু হওয়ার আগে বিশ্বসুন্দরীর খেতাব আসে তার ঝুলিতে। সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ার অন্যতম হয়ে ওঠার শুরু। কিন্তু বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করলেও নিজের নাকের গঠন নিয়ে অসন্তুষ্ট ছিলেন 'দেশিগার্ল'খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
‘নাসাল পলিপ’-এর জন্য ২০০০ সালের শুরুর দিকে নাকের অস্ত্রোপচার করান প্রিয়াংকা চোপড়া। এই অস্ত্রোপচারে জটিলতার কারণে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এই বিপর্যয় সত্ত্বেও সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু প্রাথমিকভাবে প্রভাব পড়েছিল অভিনেত্রীর ওপর। বলিউডে আত্মপ্রকাশের আগে এক প্রকার ভেঙে পড়েছিলেন তিনি। নাকের গঠন নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন। সারাক্ষণ বলতেন—'এটা আমি নই, কী করতে গেলাম আর কী হয়ে গেল।'
সম্প্রতি প্রিয়াংকার মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি প্রকাশ্যে আনলেন। তিনি বলেন, মেয়েকে খুব একটা পরামর্শ দিতে পারেননি। কিন্তু ওর বাবা বলেছিলেন— চিন্তার কোনো কারণ নেই। সব কিছুই সংশোধন করা সম্ভব।
মধু চোপড়া বলেন, আসলে সেই সময় ইন্ডাস্ট্রিতেও নানা ব্যক্তি প্রিয়াংকাকে ফের অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। শুধু নাক নয়, চোয়াল, চেহারাতেও বদল ঘটাতে বলেছিলেন। মেয়ে মুষড়ে পড়ায় ওর বাবা সাহস জুগিয়েছিল। বলেছিল— আরে এই মুখ নিয়েই তো বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছ তুমি! চিন্তার কোনো কারণ নেই। দুর্ঘটনা ঘটতেই পারে। সব ঠিক করে নেওয়া যাবে।