Logo
Logo
×

বিনোদন

সীমার সঙ্গে প্রেমিককে দেখে যে প্রতিক্রিয়া মালাইকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

সীমার সঙ্গে প্রেমিককে দেখে যে প্রতিক্রিয়া মালাইকার

গত বছরের শেষ ও শুরুটা প্রেমহীন কেটেছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার। ভরা অনুষ্ঠানে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছিলেন অভিনেতা অর্জুন কাপুর। একদিকে যখন মালাইকার প্রেম ভেঙেছে, সেই সময় সাবেক জা সীমা সজদেহের জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। সাবেক জা হলেও তাদের সম্পর্ক এখনও অটুট। সীমার প্রেমিককে নিয়ে মতামত জানালেন মালাইকা অরোরা।

দুজনেই ছিলেন একদা খান পরিবারের বউ। মালাইকা ছিলেন আরবাজ খানের স্ত্রী এবং সীমা সজদেহ ছিলেন সালমানের ছোটভাই সোহেল খানের স্ত্রী। প্রায় দুই দশক আগে সোহেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন সীমা। যদিও মালাইকার বিবাহবিচ্ছেদের বছর দুয়েকের মধ্যে বিচ্ছেদ হয় সীমা-সোহেলেরও। পুরোনো সম্পর্কের নাম না থাকলেও একে অপরের প্রায় বোন হয়ে থেকে গেছেন তারা। সম্প্রতি আদর জৈন ও আলেখা আদভানির বিয়েতে প্রেমিক বিক্রম আহুজাকে নিয়ে হাজির হন সীমা। লাল শাড়িতে হাজির হন সীমা। দূরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষারত বিক্রম। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয় ফটোসাংবাদিকদের ক্যামেরায়। এই ভিডিও দেখেই তৎক্ষণাৎ ভালোবাসা পাঠান মালাইকা। সাবেক জায়ের জীবনে নতুন প্রেম দেখে আনন্দিত অভিনেত্রী।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম