
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম
বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০২:২৩ পিএম
-67caad0a106c8.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
রূপটানে ব্যস্ত ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। পরনে তার কুর্তি ও পাজামা। সানা খান পরেছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখেই চটে গেলেন সানা।
সম্প্রতি তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি সাজঘরের। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখে চটে সানা বলেন, একটা ভালো সালোয়ার-কামিজ নেই, গায়ে ওড়না চাপা দাও। পারলে ওর জন্য বোরকা আনো। এর উত্তরে সম্ভাবনা জানিয়েছিলেন, তার ওজন বেড়ে যাওয়ায় কোনো পোশাকই গায়ে হচ্ছে না। তবে বিতর্কের সূত্রপাত সানার মন্তব্য ঘিরে।
প্রশ্ন উঠছে— কেন সম্ভাবনাকে বোরকা পরতে বলা হবে? এই প্রসঙ্গে সম্ভাবনা জানিয়েছেন, সানার সঙ্গে সেই ভিডিও একেবারেই মজার ছলে করা হয়েছে। তিনি একজন ‘গর্বিত হিন্দু’। সামাজিক মাধ্যমে সম্ভাবনা লিখেছেন—সানা ও আমার মধ্যে একেবারেই রসিকতা চলছিল। আমরা বহু বছর ধরে বন্ধু ছিলাম। রমজান উপলক্ষে ওর একটা পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি কীভাবে এত ওজন বাড়িয়ে ফেললাম এ নিয়ে কথা হচ্ছিল। তখনই ও মজা করে আমার জন্য একটা ওড়না আনতে বলে।
সম্ভাবনা আরও বলেন, আমার নিজস্ব মতামত রয়েছে। কেউ জোর করে আমাকে বোরকা পরাতে পারে না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমি একজন গর্বিত হিন্দু, আমি বোরকা পরব না।