
ওটিটি প্ল্যাটফর্ম বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সিনেমা, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি, খেলাধুলা, খবরসহ বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট দেখতে পারেন। প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হয় নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা এমনই তিনটি নতুন ওয়েব সিরিজ, ড্রামা ও সিনেমা সম্পর্কে জানাবো আপনাদের।
‘ডেয়ারডেভিল: বোর্ন এগেইন’
‘ডেয়ারডেভিল: বোর্ন এগেইন’ একটি আসন্ন আমেরিকান টেলিভিশন সিরিজ যা ডিজনি+ স্ট্রিমিং সার্ভিসের জন্য তৈরি করা হয়েছে। এটি মার্ভেল কমিক্সের ডেয়ারডেভিল চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। এই সিরিজটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো-
কাহিনী:
এই সিরিজটি মার্ভেল টেলিভিশন এবং নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ (২০১৫-২০১৮) সিরিজের ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত।
এই সিরিজে দেখা যাবে একজন অন্ধ আইনজীবী এবং তার সাবেক প্রেমিকা ভিজিল্যান্ট ম্যাট মার্ডকের ন্যায়বিচারের জন্য সংগ্রাম, যা তাকে সাবেক মব বস উইলসন ফিস্কের সঙ্গে সংঘর্ষের দিকে নিয়ে যাবে। উইলসন ফিস্ক নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান চরিত্র
চার্লি কক্স ম্যাট মার্ডক ডেয়ারডেভিলের ভূমিকায় অভিনয় করেছেন। ভিনসেন্ট ডি’ওনোফ্রিও উইলসন ফিস্ক করবেন কিংপিনের ভূমিকায় অভিনয় করেছেন।
এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মার্গারিটা লেভিয়েভা, ডেবোরাহ অ্যান ওল, এলডেন হেনসন, উইলসন বেথেল, জাব্রিনা গুয়েভারা, নিক্কি এম জেমস, জেনেইয়া ওয়ালটন, আর্টি ফ্রুশান, ক্লার্ক জনসন, মাইকেল গ্যান্ডলফিনি, আয়লেট জুরার, কামার ডি লস রেয়েস, জন বার্নথাল প্রমুখ।
নাদানিয়া
‘নাদিনিয়া’ সিনেমাটি একটি আসন্ন বলিউড রোমান্টিক ড্রামা, যা ২০২৫ সালের ৭ই মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই সিনেমাটি বেশ কিছু কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এই সিনেমাটিতে অভিনয় করছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় তার অভিষেক হচ্ছে। এই সিনেমার আরও একটি চমক হচ্ছে শ্রীদেবী এবং বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। তিনি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন।
এছাড়া আরও অভিনয় করছেন সুনীল শেঠি, মহিমা চৌধুরী, দিয়া মির্জার মতো জনপ্রিয় অভিনেতারাও।
সিনেমাটির গল্প দিল্লির এক ধনী মেয়ের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য মেয়েটিকে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করতে হয়। অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে সত্যিকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পিকচার দিস
‘পিকচার দিস’ একটি আসন্ন রোমান্টিক কমেডি সিনেমা, যা ২০২৫ সালের ৬ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এই সিনেমাটিও বেশ কিছু কারণে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সিমোন অ্যাশলি। হিরো ফাইনেস টিফিনকেও দেখা যাবে এই সিনেমায়। যা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ।
এই সিনেমার গল্প একজন ফটোগ্রাফারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। পিয়া নামের এক ফটোগ্রাফারকে নিয়ে এই সিনেমার গল্প। পিয়া যখন জানতে পারে যে তার আগামী পাঁচটি ডেটের ওপর তার ভাগ্য নির্ভর করছে, তখন থেকেই শুরু হয় নানান মজার ঘটনা। পিয়ার বোনের বিয়ে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার পরিবারও তার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। এরই মধ্যে পিয়ার সাবেক প্রেমিকও ফিরে আসে, যা তার প্রেম ও পেশাগত জীবনে জটিলতা তৈরি করে।