Logo
Logo
×

বিনোদন

ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন, যা বললেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন, যা বললেন অভিনেতা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আবার বিয়ে করেছেন। স্ত্রী পলি আহমেদ মারা যাওয়ার কারণে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে এ অভিনেতাকে। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। অভিনেতার স্ত্রীর নাম শিপা।

ফের নবজীবনের অনুভূতি জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান।

তিনি বলেন, ‘আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান। আমার নিজের সন্তান এবং পরেরটাও আমার নিজের সন্তান। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রাইয়ান আর আমার ছেলের নাম মিহরান।’ 

অভিনয়ে নিয়মিত ফিরছেন কবে থেকে এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, ‘আমি তো ছেলের কারণেই বাহিরে আছি। আমার ওইখানে একটু ছোট্ট গোছানোর কাজ আছে, সেটি শেষ হলে আমি চলে আসব, কাজ শুরু করব। আমাকে আরও এক থেকে দেড় বছর ইন্ড্রাস্ট্রিতে সময় দিতে হবে।’ 

প্রসঙ্গত, ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি। আনিসুর রহমান মিলন ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম