Logo
Logo
×

বিনোদন

‘মান্নাত’ নিয়ে যা জানালেন শাহরুখপত্নী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম

‘মান্নাত’ নিয়ে যা জানালেন শাহরুখপত্নী

ছবি: সংগৃহীত

সপরিবারে ‘মান্নাত’ ছাড়ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী কয়েক দিন তারকার বাড়িতে নানা কাজ হবে। বদলে যাবে বাড়ির অন্দরসজ্জা। তাই সেই বাড়ি ছেড়ে আপাতত পালি হিলের আবাসনে গিয়ে উঠছেন শাহরুখ ও তার পরিবার। অনুরাগীদের আশা— আরও সুন্দর হয়ে উঠবে বলিউড বাদশাহর বাড়ি। এর মধ্যেই জানা গেল, ‘মান্নাত’-এর কোন অংশ শাহরুখপত্নী গৌরীর সবচেয়ে পছন্দের স্থান।

মুম্বাই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। সেই বাড়ির সামনে ছবিও তোলেন ভক্ত-অনুরাগীরা। এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানিয়েছিলেন— বাড়ির কোন অংশ তার মনের সবচেয়ে কাছের। 

শাহরুখপত্নী জানিয়েছিলেন, সময় পেলেই তিনি সুইমিংপুলের ধারে গিয়ে বসেন। সেই অংশই তার সবচেয়ে পছন্দের। যখনই কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি। এখানে বসলেই তার অনেকটা দুশ্চিন্তা কমে যায়। 

সেই এলাকাতেও আগামী দিনে বদল আসবে কিনা তা এখনো জানা যায়নি। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর ধরে বাড়ির কাজ চলবে। ‘মান্নাত’-এ নাকি আরও দুটি তলা যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছেন ২০২৪ সালে। পালি হিলে নতুন বাড়ির জন্য বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে খান দম্পতিকে।

উল্লেখ্য, এ মুহূর্তে শাহরুখ ব্যস্ত তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এ ছবিতে দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকেও। এর আগে ওটিটি ছবি ‘আর্চিজ’-এ দেখা গেছে সুহানাকে। তবে বড়পর্দায় এই প্রথম তাকে দেখা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম