Logo
Logo
×

বিনোদন

অভিনয়েও নজর কাড়লেন পারশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম

অভিনয়েও নজর কাড়লেন পারশা

সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে বেশ বাহবা কুড়ান তিনি।আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়লেন পারশা। 

সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার অভিনীত ‘ঘুমপরী’ নামে একটি ওয়েব ফিল্ম। এতে উষা চরিত্রে অভিনয় করেছেন তিনি। জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী। 

এ প্রসঙ্গে পারশা বলেন, ‘চরিত্রটি একেবারে আমার বিপরীত। তার ড্রেসআপ, চোখে কাজল দেওয়া, বেণি করে থাকা সবই আলাদা। প্রত্যাশা কম রেখেছিলাম।ভেবে রেখেছিলাম, নিজের সেরাটা দেব, কিন্তু বেশি প্রত্যাশা রাখা যাবে না।যদি ভালো হয়, তাহলে মানুষ সেটা বলবে। এখন সেটাই হচ্ছে।প্রথমদিকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল, তবে একসময় নিজেকে ঊষাই মনে হচ্ছিল। যেহেতু আমি অভিনয়ে নতুন, টেকনিক্যাল অনেক কিছু শুটিং সেটে গিয়ে শিখেছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম