দক্ষিণী সিনেমায় ডেভিড ওয়ার্নার, মুক্তি পাবে কবে?

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ভারতীয় সিনেমার প্রতি আকর্ষণের কথা সবরাই জানা। বিশেষ করে দক্ষিণী সিনেমার প্রতি এক অন্যরকম টান আছে এই অজি তারকার। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় পোস্টে দিয়েছেন তার প্রমাণও।
‘পুষ্পা’খ্যাত অভিনেতা অল্লু অর্জুনের বড় ভক্ত ওয়ার্নার। কোভিডের সময় লকডাউনে আল্লু অর্জুনের সিনেমার গান এবং সংলাপ নিয়ে একের পর এক রিলস পোস্ট করতেন।
এবার বড় চমক দিলেন ওয়ার্নার, প্রথমবারের মতো দক্ষিণী সিনেমাতে হাজির হতে যাচ্ছেন এ দাপুটে অজি ক্রিকেটার। সিনেমার নাম ‘রবিনহুড’। এতে আরও অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নীতিন ও বর্তমান সময়ের নজরকাড়া অভিনেত্রী শ্রী লীলা।
‘রবিনহুড’ সিনেমায় নজরকাড়া এক চরিত্রে অভিনয় করবেন ওয়ার্নার।
বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন সিনেমাটির প্রযোজক রবি শঙ্কর।
রবি বলেন, পরিচালকের অনুমতি ছাড়াই এটা প্রকাশ্যে আনায় আমি দুঃখিত। তবে সিনেমায় ওয়ার্নারের চরিত্রটা খুবই নজরকাড়া। ‘রবিনহুড’-এর মাধ্যমেই ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করছেন ডেভিড, এটা গর্বের বিষয় আমাদের কাছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়ার্নার যে চরিত্রে অভিনয় করছেন, সেই কাজের জন্য প্রতিদিন ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
গত বছর সেপ্টেম্বর মাসেই ওয়ার্নারের তেলুগু সিনেমায় নামার খবর প্রকাশ্যে আসে। মেলবোর্নে একটি জায়গায় শুটিং করতে দেখা যায় তাকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। ২২ গজে ওয়ার্নারের ঝড়ো ব্যাটিং দেখার পর এবার বড় পর্দায় তাকে দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।