
ফাইল ছবি
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিন তিশা। রূপ লাবণ্যে আর অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই শোবিজ অঙ্গনে নিজে জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন এই অভিনেত্রী। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু তার। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। বর্তমানে নাটকের চেয়ে ওটিটিতেই বেশি দেখা তিশাকে।
২০২২ সালে ফেব্রুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন তিশা। বেশকিছু দিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। তবে বাবা হারানোর ২ বছরের বেশি সময় পার হলেও এক মুহুর্তের জন্য বাবাকে ভুলতে পারেননি এই অভিনেত্রী। মাঝে মধ্যেই বাবাকে নিয়ে স্মৃতিকাতর হতে দেখা যায় তাকে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে এ অভিনেত্রী উল্লেখ করেছেন, ‘তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু’।
ওই পোস্টে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’
সেই পোস্টের কমেন্ট বক্সে মিতু নামে এক নেটিজেন লিখেছেন, বাবা যার নাই তার কতটা আক্ষেপ সে শুধু সেই বোঝে। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের।
ফারহানা নামে আরেক ফেসবুক ব্যবহারকারীর কথায়, আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে। আল্লাহ্ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সকল বাবা কে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।